রামমোহন রায়ের রচিত
গানের
তালিকা
-
অনিত্য বিষয় কর সর্ব্বদা চিন্তন [রামকেলী-আড়াঠেকা]
-
অহঙ্কারে মত্ত সদা অপার বাসনা [কেদারা-আড়াঠেকা]
-
এ
কী ভুলো মন [গান-১০] [তথ্য]
-
একদিন হবে যদি অবশ্য মরণ
[ইমনকল্যাণ-আড়া ঠেকা]
-
একবার ভ্রমেতেও মনে না ভাবিবে [রামকেলী-আড়াঠেকা]
-
কত
আর সুখে মুখ দেখিবে দর্পণে [রামকেলী-আড়াঠেকা]
-
কী স্বদেশে কী বিদেশে যথায় তথায় থাকি [গান-২] [তথ্য]
-
কে ভুলালো হায় [গান-৭] [তথ্য]
-
কেন সৃজন লয় কারণে [গান-১৪] [তথ্য]
-
কেমনে হব পার, সংসার পারাবার
[ইমনকল্যাণ-আড়া ঠেকা]
-
কোথায় আনিলে আমায় [বাগেশ্রী-আড়াঠেকা]
-
গ্রাস করে কাল, পরমায়ু প্রতিক্ষণে [ঝিঁঝিট-আড়াঠেকা]
-
চিত্তক্ষেত্রে পবিত্র করিয়ে ওরে মন [রামকেলী-আড়াঠেকা]
-
জলেস্থলে শূন্যে যে, সমান ভাবে থাকে [ইমনকল্যাণ-তেওট]
-
তাঁরে দূর জানি ভ্রম [গান-১৫] [তথ্য]
-
দম্ভ ভাবে কত রবে, হও সাবধান [রামকেলী-আড়াঠেকা]
-
দেখ মন এ কেমন আপন অজ্ঞান [গান-৯] [তথ্য]
-
নিজগ্রামে পরগৃহে চোর প্রবেশিল মন [সিন্ধুভৈরবী-আড়াঠেকা]
-
নিত্য নিরঞ্জন, নিখিল কারণ, বিভু
বিশ্বনিকেতন। [গান-৪] [তথ্য]
-
নিরঞ্জনের নিরুপণ, কিসে হবে বল মন [গান-১২] [তথ্য]
-
নিরুপমের উপমা, সীমাহীনে
দিতে [গান-১১] [তথ্য]
-
বচন অতীত যাহা কয়ে [গান-১৬]
[তথ্য]
-
বিপদং বিশেষং জনতাশেষং
[কেদারা-আড়াঠেকা]
-
বিষয়-বিষ-পানাসক্তে,
ত্যাজিলে জীবন [জয়জয়ন্তী-মধ্যমান]
-
বিস্তার করিলে রাজ্য, নিজ
বাহুবলে [রামকেলী-আড়াঠেকা]
-
ভয় করিলে যাঁরে না থাকে অন্যের ভয়।
[গান-৫] [তথ্য]
-
ভাব সেই একে, জলে স্থলে শূন্যে যে সমান ভাবে থাকে
[গান-১] [তথ্য]
-
ভুলো না, নিষাদ-কাল
[ইমনভূপালি-ঢিমেতেতালা]
-
মন এ কী ভ্রান্তি তোমার [গান-১৩] [তথ্য]
-
মান যারে নাহি পায় [গান-৮] [তথ্য]
-
মনে কর শেষের দিন সে ভয়ঙ্কর
[গান-৬] [তথ্য]
-
মানিলাম হও তুমি পরমসুন্দর
[ইমনকল্যাণ-আড়াঠেকা]
-
শাশ্বতমভয়মশোকমদেহং
[ইমনকল্যাণ-ধামাল]
-
সংসার দুর্গতি হতে নিবৃত্তি
না হবে [কেদারা-কাওয়ালি]
-
সে কোথায়, তুমি কার করো
অন্বেষণ [বাগেশ্রী-আড়াঠেকা]
-
স্মর পরমেশ্বরে অনাদি কারণে। [গান-৩] [তথ্য]