ভরদ্বাজ
বানান্ বিশ্লেষণ: ভ্+অ+র্+দ্+ব্+আ+জ্+অ
উচ্চারণ:
bʰɔ.rod̪.d̪aɟ (ভ.রোদ্.দাজ্)
শব্দ-উৎস: সংস্কৃত ভরদ্বাজ>বাংলা ভরদ্বাজ।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { ঋষি |  হিন্দু পৌরাণিক মানব |  হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি মতে
ঋষি বিশেষ
 উতথ্য ঋষির স্ত্রী মমতার প্রতি আসক্ত হয়ে, বৃহস্পতি তাঁর কাছে সঙ্গম প্রার্থনা করেন উল্লেখ্য বৃহস্পতি ছিলেন উতথ্যের ছোট ভাই দেবর বৃহস্পতি যখন মমতার কাছে সঙ্গম প্রার্থনা করেন, তখন মমতার গর্ভে দীর্ঘতমা ঋষি ছিলেন মমতা বৃহস্পতিকে বিভিন্নভাবে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন কিন্তু সঙ্গমকালে, গর্ভস্থ দীর্ঘতমা পা দিয়ে বৃহস্পতির স্খলিত বীর্য বাইরে ফেলে দেন এর ফলে বৃহস্পতির বীর্য ভূমিতে পতিত হয় এবং সেখান থেকে ভরদ্বাজের জন্ম হয়

ভরদ্বাজের জন্মের পর
, স্বামীর পুত্র নয় বলে মমতা তাঁকে ত্যাগ করেন কিন্তু বৃহস্পতি তাঁকে উতথ্যের ক্ষেত্রজ পুত্র হিসাবে প্রতিপালনের পরামর্শ দেন কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতি ও মমতা উভয়ই এই পুত্রকে পরিত্যাগ করেন পরে মরুদ্গণ এই পুত্রকে পালন করেন ইনি মরুদ্গণের ভুত বা ভর হয়েছিলেন এবং দ্বাজ (সঙ্কর) পুত্র বলে এর নাম হয় ভরদ্বাজ

ইনি স্নানকালে ঘৃতাচী অপ্সরাকে নগ্ন অবস্থায় দেখে অত্যন্ত মোহিত হয়ে পড়েন এর ফলে তাঁর বীর্যপাত হলে, ইনি এই বীর্যকে একটি দ্রোণের (পাত্র বিশেষ) ভিতর রাখেন এখান থেকে জন্মগ্রহণ করেছিলেন- পাণ্ডব-কৌরব অস্ত্রগুরু
দ্রোণাচার্য। 

ভরদ্বাজ ও রৈভ্য নামক ঋষির ভিতর প্রগাঢ় বন্ধুত্ব ছিল ভরদ্বাজের পুত্র যবক্রীত রৈভ্যের পুত্রবধুর সতীত্ব নষ্ট করার চেষ্টা করলে, রৈভ্য যবক্রীতকে হত্যা করেন।  ভরদ্বাজ পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে রৈভ্যকে অভিশাপ দিয়ে, আগুনে আত্মহত্যা করেন ভরদ্বাজের অভিশাপে রৈভ্যের মৃত্যু হয় পরে রৈভ্যের পুত্র অর্বাবসু তপস্যার দ্বারা ভরদ্বাজ, রৈভ্য ও যবক্রীতের পুনর্জীবন লাভ করাতে সমর্থ হন ভরদ্বাজ পুনর্জীবন লাভের পর রোগমুক্তির উপায় জানার জন্য দেবলোকে গিয়ে ইন্দ্রের কাছে আয়ুর্বেদ শাস্ত্র অধ্যয়ন করেন পরে পৃথিবীতে ফিরে অন্যান্য ঋষিদের আয়ুর্বেদ শিক্ষা দেন।  মহাভারতের মতে- ইনি হরিদ্বারে বসবাস করতেন রামায়ণে দেখা যায়- ইনি সীতাকে সম্বর্ধনা দিয়েছিলেন