অদিতিতনয়
বানান বিশ্লেষণ :অ+দ্+ই+ত্+ই-ত্+অ+ন্+অ+য়্+অ
উচ্চারণ:
ɔ.d̪i.t̪i.t̪ɔ.nɔĕ (অ.দি.তি.ত.নয়্)
শব্দ-উৎস: সংস্কৃত অদিতিতনয়> বাংলা অদিতিতনয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অদিতি { অ-√দো (ছেদন করা) + তি (ক্তিন্)}+ তনয় {√তন্ (বিস্তার করা) + অয় (কয়ন), কর্তৃবাচ্য

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস| কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে- অদিতির সন্তান এই অর্থে অদিতিনন্দন। যে সকল দেবতা অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিল, তাদের সবাইকে সাধারণভাবে অদিতিনন্দন নামে অভিহিত করা হয়।