বাগীশ
বানান বিশ্লেষণ: ব্+আ+গ্+ঈ+শ্+অ
শব্দ-উৎস:
সংস্কৃত বাগীশ>
বাংলা বাগীশ
উচ্চারণ:
ba.giʃ
[বা.গিশ্]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বাক্ +
ঈশ
পদ:
বিশেষ্য
- অর্থ:
- বাক্যে অতিশয় পটু ব্যক্তি।
সমার্থক শব্দাবলি:
বাগ্মী, বাক্পটু, বাক্যবিশারদ, বাচস্পতি
পদ :
বিশেষ্য
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোককুমার বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত
পুস্তক ভাণ্ডার, বইমেলা ১৪০৮
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।
-
wordnet 2.1