হংসধ্বনি
বানান বিশ্লেষণ: হ্+অ+ং+স+অ+ধ্+ব্+অ+ন্+ই
উচ্চারণ:
ɦɔŋ.ʃo.d̪ʰ̪o.ni (হঙ্.শো.ধো.নি)
শব্দ-উৎস: সংস্কৃত হংস +ধ্বনি > বাংলা হংসধ্বনি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হংসের ধ্বনি/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ : বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {শব্দ। যান্ত্রিক প্রপঞ্চ ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়া| দৈহিক সত্তা | সত্তা | }

২. ঊর্ধ্বক্রমবাচকতা {রাগ | ঠাট | সুর | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | সঙ্গীতোপযোগী ধ্বনি | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ: ভারতীয় শাস্ত্রী সঙ্গীতে একটি রাগ বিশেষ। [রাগ: হংসধ্বনি [রাগ, সঙ্গীত]

সূত্র: