হংসক
বানান বিশ্লেষণ:
হ্+অ+ং+স+অ+ক্+অ
উচ্চারণ:
ɦɔŋ.ʃok
(হঙ্.শোক্)
শব্দ-উৎস:
সংস্কৃত
হংসক>
বাংলা
হংসক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হংস
+
ক (কন্)
কর্তৃবাচ্য
}
।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
জলচর পাখি
|
পাখি
|
মেরুদণ্ডী
|
কর্ডেট
|
প্রাণী
|
জীবসত্তা
|
জীবন্তবস্তু
|
দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
| }
অর্থ:
এই জাতীয় পাখি মিষ্টি বা লবণাক্ত পানিতে সাঁতার কাটে। এদের পায়ের আঙুলগুলো পর্দা দ্বারা যুক্ত থাকে। এর ফলে এরা সহজেই জলে সাঁতার কাটতে পারে।
সমার্থক শব্দাবলি:
হংস
, হংসক
বিপরীতার্থক শব্দ:
হংসিকা
[স্ত্রীলিঙ্গে]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হংস
+কৈ (শব্দ করা) +ড।
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
ব্রেসলেট
|
গহনা
|
শোভা
|
অলঙ্করণ
|
মনুষ্য-সৃষ্টি
|
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
| }
অর্থ:
পায়ের গোড়ালী ও পাতার উপরিভাগ বেষ্ঠনকারী ব্রেসলেট।
সমার্থক শব্দাবলি:
নূপুর, হংসক
সূত্র:
সরল বাঙ্গালা অভিধান
। সুবলচন্দ্র মিত্র।
wordnet 2.1