মধ্যমা
বানান বিশ্লেষণ: ম্+অ+ধ্+য্+ অ+ম্+জা
উচ্চারণ:
mod̪.d̪ʰo.ma
(মোদ্.ধো.মা)।
শব্দ-উৎস:
সংস্কৃত মধ্যমা>
বাংলা মধ্যমা
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: মধ্যম
+আ
১. পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা|
সুর |
স্বর
|
সাঙ্গীতিক স্কেল |
সঙ্গীতোপযোগী ধ্বনি |
শ্রবণ
যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত
সত্তা |
সত্তা |
অর্থ: প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক প্রকার
জাতিগান।
[দেখুন:
মধ্যমা (সঙ্গীতকোষ)]
অর্থ: ভারতীয় সঙ্গীতশাস্ত্রে সপ্তস্বরের চতুরথ স্বর
সমার্থক শব্দাবলি: মধ্যম, মা [বিস্তারিত:
মধ্যম
(সঙ্গীতকোষ) ]
২. পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
হাত বা পা । উপাঙ্গ।
প্রান্তীয় দেহাংশ |
বহিঃস্থ দেহাংশ|
দেহাংশ
| খণ্ডাংশ
| স্বতন্ত্র
সত্তা |
দৈহিক
সত্তা |
সত্তা|}
অর্থ: হাতের তরজনী ও অনামিকার মধ্যবর্তী আঙ্গুল।
পদ:
বিশেষণ
অর্থ: মধ্যমগুণযুক্ত নাম। স্ত্রীলিঙ্গার্থে মধ্যমা। যেমন-
-
মধ্যমা কন্যা, মধ্যমা স্ত্রী।
-
মধ্যবয়স্কা, পৌঢ়া
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস।
সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা
অভিধান। সুবলচন্দ্র
মিত্র।