মধ্যমা
বানান বিশ্লেষণ: ম্+অ+ধ্+য্+ অ+ম্+জা
উচ্চারণ:
mod̪.d̪ʰo.ma (মোদ্.ধো.মা)।
শব্দ-উৎস:
সংস্কৃত মধ্যমা> বাংলা মধ্যমা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মধ্যম +আ

১. পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা| সুর | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |
অর্থ: প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক প্রকার জাতিগান
         [দেখুন: মধ্যমা (সঙ্গীতকোষ)]

অর্থ:
ভারতীয় সঙ্গীতশাস্ত্রে সপ্তস্বরের চতুরথ স্বর
সমার্থক শব্দাবলি: মধ্যম, মা [বিস্তারিত: মধ্যম (সঙ্গীতকোষ) ]

. পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { হাত বা পা । উপাঙ্গ প্রান্তীয় দেহাংশ | বহিঃস্থ দেহাংশ| দেহাংশ | খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: হাতের তরজনী ও অনামিকার মধ্যবর্তী আঙ্গুল।


পদ:
বিশেষণ
অর্থ: মধ্যমগুণযুক্ত নাম। স্ত্রীলিঙ্গার্থে মধ্যমা। যেমন-

সূত্র: