নট
বানান বিশ্লেষণ : ন্+অ+ট্+অ
উচ্চারণ:
nɔ.ʈo (ন.টো)
শব্দ-উৎস: সংস্কৃত নট> বাংলা নট

১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
নট্  (নর্তন) + অ (অচ্)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পরিবেশক-শিল্পী | বিনোদন-প্রদায়ক | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: যে নাচ করে
সমার্থক শব্দাবলি: নট, নটক, নটুয়া, নর্তক
যুক্তশব্দ:

. রূপতাত্ত্বিক বিশ্লেষণ: নট্  (অভিনয়) + অ (অচ্)
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {পরিবেশক-শিল্পী | বিনোদন-প্রদায়ক | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: অঙ্গভঙ্গী সহকারে বিষয় উপস্থাপন করে।
সমার্থক শব্দাবলি: নট, অভিনেতা
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা

অর্থ: নটের (অভিনেতা ও বা নর্তকের) অভিব্যক্তি জাত সৃষ্ট রাগ। উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগটি বিলাবল ঠাটের রাগ বিশেষ। [নট: সঙ্গীতকোষ]
সূত্র: