রঘু
বানান বিশ্লেষণ : র্+অ+ঘ্+উ
উচ্চারণ:
ro.gʱu (রো.ঘু)
শব্দ-উৎস: সংস্কৃত রঘু> বাংলা রঘু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:লন্‌ঘ্ (গতি)+ উ (কু), কর্তৃবাচ্য

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { ক্ষত্রিয় | হিন্দু পৌরাণিক মানব | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা | }
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি মতে, সূর্যবংশীয় রাজা। এঁর পিতার নাম দিলীপ এবং মায়ের নাম সুদক্ষিণা। বশিষ্ট মুণির গাভী নন্দিনীর আরাধনা করে দিলীপ পুত্র হিসেবে রঘুকে লাভ করেন।