সাংখ্যতত্ত্ব
বানান্ বিশ্লেষণ: স্+আ+ং+খ্+য্-ত্+অ+ত্+ত্+ব্+অ
উচ্চারণ:
ʃaŋ.kʰo-t̪ɔt̪.t̪o
(শাঙ্.খো.তৎ. তো)
শব্দ-উৎস:
সংস্কৃত সাংখ্যতত্ত্ব>
বাংলা সাংখ্যতত্ত্ব
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {দর্শন |
মানবিক
শাখা |
জ্ঞানশাখা
|
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা |
সত্তা | }
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
সাংখ্যবিষয়ক+
তত্ত্ব/
কর্মধারয় সমাস
সমার্থক শব্দাবলি:
সাংখ্য, সাংখ্যতত্ত্ব,
সাংখ্যদর্শন, সাংখ্যসপ্ততি।
অর্থ:
ভারতীয়
ষড়দর্শনের অন্যতম প্রাচীন দর্শন।
ঋষি
কপিল এই
দর্শন প্রণয়ন করেছিলেন। এই কারণে এই দর্শন কপিল-দর্শন নামেও পরিচিত।
[বিস্তারিত:
সাংখ্যতত্ত্ব (দর্শন)]