সরলমতি
বানান্ বিশ্লেষণ: স+অ+র+অ+ল+অ-ম্+অ+ত্+ই
উচ্চারণ:
 [শ.রোল্.মো.তি] [ʃɔ.rol.mo.ti]
শব্দ-উৎস: সংস্কৃত সরল+মতি> বাংলা সরলমতি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য
অর্থ: অকপট (সরল) যে মতি।
সমার্থক শব্দাবলি: অকপটচিত্ত, অকপটমন, অকুণ্ঠ, অকুণ্ঠচিত্ত, অকুণ্ঠপ্রাণ, অকুণ্ঠমন, অকুণ্ঠহৃদয়, অকুণ্ঠিত, অকুণ্ঠিতচিত্ত, অকুণ্ঠিতপ্রাণ, অকুণ্ঠিতমন, অকুণ্ঠিতমনা, অকুণ্ঠিতহৃদয়, উদারচিত্ত, উদারহৃদয়, দিলখোলা দিলদরাজ, দিলদরিয়া, মুক্তচিত্ত, সরলচিত্ত, সরলপ্রকৃতি, সরলমতি।

২. সরল মতি (স্বভাব) যাহার/নঞ্ তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ
অর্থ: সরল প্রকৃতির মন বা স্বভাব যার।
সমার্থক শব্দাবলি: অকপটচিত্ত, অকপটমন, অকুণ্ঠ, অকুণ্ঠচিত্ত, অকুণ্ঠপ্রাণ, অকুণ্ঠমন, অকুণ্ঠমনা, অকুণ্ঠহৃদয়, অকুণ্ঠিত, অকুণ্ঠিতচিত্ত, অকুণ্ঠিতপ্রাণ, অকুণ্ঠিতমন, অকুণ্ঠিতমনা, অকুণ্ঠিতহৃদয়, উদারচিত্ত, উদারহৃদয়, দিলখোলা দিলদরাজ, দিলদরিয়া, মুক্তচিত্ত, মুক্তমনা, সরলচিত্ত, সরলপ্রকৃতি, সরলমতি।