ঠাট
বানান্ বিশ্লেষণ : ঠ্+আ+ট্+অ।
উচ্চারণ:
ʈʰaʈ (ঠাট) শব্দ-উৎস: হিন্দিঠাট> বাংলা ঠাট।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা

{সঙ্গীতোপযোগী ধ্বনি | যৌগিক ধ্বনি | শ্রাব্য-ধ্বনি | শব্দ | যান্ত্রিক প্রপঞ্চ | ভৌত প্রপঞ্চ | প্রাকৃতিক প্রপঞ্চ | প্রপঞ্চ | দৈহিক প্রক্রিয়াদৈহিক সত্তা | সত্তা |}
 

তথ্যসূত্র:
ভারতীয় সঙ্গীতের ইতিহাস । প্রথম খণ্ড। স্বামী প্রজ্ঞানানন্দ
ভারতীয় সঙ্গীতকোষ
। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। বৈশাখ ১৩৭২।
রাগ ও রূপ। স্বামী প্রজ্ঞানানন্দ। জুলাই ১৯৯৯।
সরল বাংলা অভিধান। সুবলচন্দ্র মিত্র
বঙ্গীয় শব্দকোষ। হরিচরণ বন্দ্যোপাধ্যায়
হিন্দুস্তানী সঙ্গীত পদ্ধতি ক্রমিক পুস্তক মালিকা । বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে