অব্দ
[ দেখুন শব্দরূপ। 
অব্দ (অভিধান)]

কাল-পরিক্রমার একটি একক বিশেষ। গ্রহ, উপগ্রহ বা নক্ষত্র অন্য কোনো লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে যে আবর্তিত হয়। এদের আবর্তনের পূর্ণকালই হলো অব্দ। বিষয়টি মূলত কেন্দ্রীয় লক্ষ্যবস্তু এবং আবর্তনকারী গ্রহাদির সাথে সম্পর্কিত। সূর্যকে কেন্দ্র করে আবর্তিত গ্রহগুলোর নিজস্ব অব্দ রয়েছে। এদের পূর্ণ আবর্তনের সময় ধরে গ্রহাদির অব্দের সময়মান একই রকম হয় না।

বাস্তবে অব্দ হিসেবে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। যেমন চান্দ্রমাস ও চান্দ্র বৎসরে হিসাব হয়, পৃথিবী থেকে চন্দ্রকলার পরিবর্তনের আবর্তন অনুসারে।
এক পূর্ণিমার একটি সুনির্দিষ্ট অবস্থানকাল থেকে পরবর্তী পূর্ণিমার অনুরূপ অবস্থানকালের মধ্যবর্তী সময়কে ১ চান্দ্র মাস বিবেচনা করা হয়। কিন্তু চাঁদের মাটিতে দাঁড়িয়ে বিচার করলে, এটাই হবে চান্দ্রবৎসর।  

য ও চন্দ্রকে ভিত্তি করে- দুই ধরণের অব্দের মান নির্ধারিত হয়ে থাকে। এই মান দুটি হলো-
সৌর-বৎসর ও চান্দ্র বৎসর। এছাড়া মহাকাশীয় অন্য লক্ষ্যবস্তুর বিচারে আরও কিছু অব্দ প্রণয়ন করা হয়েছিল। নিচে এই অব্দগুলোর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো।

আমলী সন
আলেক্সান্দ্রিয়ান অব্দ ও পঞ্জিকা
ইলাহি সন
ইহুদি পঞ্জিকা
কলচুরি সংবৎ
কলিযুগ সংবৎ
রোমান পঞ্জিকা
গ্রেগোরিয়ান অব্দ ও পঞ্জিকা
কোল্লম সংবৎ
গাঙ্গেয় সংবৎ
গ্রহপরিবৃত্তি সংবৎ
গুপ্ত সংবৎ
চালিক্য বিক্রম সংবৎ
জুলিয়ান অব্দ ও পঞ্জিকা
নেওয়ারি সংবৎ
পড়ুবৈপ্পু সংবৎ
বঙ্গাব্দ
বাইজেন্টেনিয়ান অব্দ ও পঞ্জিকা
বিক্রমাব্দ
বিলায়তী সন
বাহর্স্পত্য সংবৎ

বীরনির্বাণ সংবৎ
বুদ্ধনির্বাণ সংবৎ
ভাটিক সংবৎ   
মগি সন
মিশরীয় পঞ্জিকা'
মৌর্য সংবৎ
রাজ্যাভিষেক সংবৎ

 
রোমান অব্দ ও পঞ্জিকা
লক্ষ্মণাব্দ
লুব্ধক-পঞ্জিক
শকাব্দ
শক সংবৎ
সপ্তর্ষিসংবৎ     
সিংহ সংবৎ 
সেলিউকিরি সংবৎ
হিজরি সন
হর্ষ সংবৎ 
শাহুর সন