|
কোলেওইডিয়ার ক্রমবিবর্তন
মোলাস্কা পর্বের প্রাণীর আবির্ভাব ঘটেছিল ৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
৫৪ থেকে
৪৮.৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে নানা ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এর ভিতরে সেফালোপোডা
শ্রেণির
আবির্ভাব হয়েছিল ৫০ খ্রিষ্টপূর্বাব্দে। পরবর্তী ৪০.৯ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই শ্রেণিটি ৪টি উপশ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
উপশ্রেণিগুলো হলো-
নটিলোইডিয়া,
কোলেওয়েইডিয়া,
অর্থোসেরাটোইডিয়া এবং
এ্যাম্মোনোইডিয়া।
এই উপপর্বের আদিম প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল ৪০.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
৪০ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই উপশ্রেণিটি ৬টি বর্গে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
উল্লেখ্য ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বর্গের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।