সেফালোপোডা
Cephalopoda
প্রাণিজগতের
মোলাস্কা
পর্বের একটি শ্রেণি বিশেষ।
গ্রিক
κεφαλόποδα, kephalópoda
শব্দের
অর্থ হলো মস্তক পদ। ১৭৯৭ খ্রিষ্টাব্দে কুয়েভার এই শ্রেণির নামকরণ করেছিলেন।
এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল অক্টোপাস
জাতীয় প্রাণী।
এদের দেহ নরম এবং দেহের বাইরে কোনো শক্ত খোলস নেই।সেফালোপোডার ক্রমবিবর্তন
মোলাস্কা পর্বের প্রাণীর আবির্ভাব ঘটেছিল ৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
৫৪ থেকে
৪৮.৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে নানা ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এর ভিতরে সেফালোপোডা
শ্রেণির
আবির্ভাব হয়েছিল ৫০ খ্রিষ্টপূর্বাব্দে। পরবর্তী ৪০.৯ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই শ্রেণিটি ৪টি উপপর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
উপশ্রেণিগুলো হলো-
- নটিলোইডিয়া উপশ্রেণি:
আবির্ভাবকাল ৪৯ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
- কোলেওইডিয়া উপশ্রেণি:
আবির্ভাবকাল ৪৮ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।
- অর্থোসেরাটোইডিয়া উপশ্রেণি:
আবির্ভাবকাল ৪৮.৫৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ। ২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এর সকল প্রজাতি
বিলুপ্ত হয়ে গিয়ছিল।
-
এ্যাম্মোনোইডিয়া উপশ্রেণি:
আবির্ভাবকাল ৪০.৯ কোটি
খ্রিষ্টপূর্বাব্দ।(৩৫.৮৯-২৯.৮৯
কোটি খ্রিষ্টপূর্বাব্দ)