এ্যানাকার্ডিওয়াইডি
Anacardioideae
জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান্টে রাজ্যের সাপিন্ডেলেস বর্গের উপগোত্র বিশেষ। এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল আম, কাজুবাদাম ও আমড়া এই গোত্রের উদ্ভিদ। 

এই উপগোত্রের উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য
এই বর্গের অন্তর্ভুক্ত উদ্ভিদগুলোর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়:

ক্রমবিবর্তন
এ্যানাকার্ডিয়াস
গোত্র টি আবির্ভুত হয়েছিল ৯ থেকে ৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ ে। ৭ থেকে ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই গোত্রটি দুটি উপগোত্রে বিভাজিত হয়ে যায়। এই উপগোত্র হলো-

  • অ্যানাকার্ডিওয়াইডি। আবির্ভাবকাল ৭ থেকে ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আম, কাজুবাদাম ও পেস্তা বাদাম এই উপ-গোত্রের অন্তর্ভুক্ত।
  • স্পন্ডিওয়াইডি। আবির্ভাবকাল ৬ থেকে ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আমড়া জাতীয় উদ্ভিদের সমন্বয়ে গঠিত উপগোত্র
এ্যানাকার্ডিওয়াইডি উপগোত্রটি ৫.৬ থেকে ৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ উদ্ভিদবিজ্ঞানীরা ফলের গঠন এবং পরাগরেণুর বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি প্রধান 'গোষ্ঠীতে'-এ ভাগ করছেন। এই গোষ্টি দুটি হলো-