|
এ্যানাকার্ডিওয়াইডি উপগোত্রটি ৫.৬ থেকে ৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ উদ্ভিদবিজ্ঞানীরা ফলের গঠন এবং পরাগরেণুর বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি প্রধান 'গোষ্ঠীতে'-এ ভাগ করছেন। এই গোষ্টি দুটি হলো-
- অ্যানাকার্ডিওয়াইডি। আবির্ভাবকাল ৭ থেকে ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আম, কাজুবাদাম ও পেস্তা বাদাম এই উপ-গোত্রের অন্তর্ভুক্ত।
- স্পন্ডিওয়াইডি। আবির্ভাবকাল ৬ থেকে ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আমড়া জাতীয় উদ্ভিদের সমন্বয়ে গঠিত উপগোত্র