বেলেমনোইডিয়া
Belemnoidea

প্রাণিজগতের মোলাস্কা পর্বের একটি থাক বিশেষ।  ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই থাকের আবির্ভাব হয়েছিল এবং ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এদের সকল প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।

কোলেওইডিয়ার ক্রমবিবর্তন
মোলাস্কা পর্বের প্রাণীর আবির্ভাব ঘটেছিল ৫ কোটি  খ্রিষ্টপূর্বাব্দের দিকে৫৪ থেকে ৪৮.৫৪ কি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে নানা ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এর ভিতরে সেফালোপোডা শ্রেণির আবির্ভাব হয়েছিল ৫০ খ্রিষ্টপূর্বাব্দে। পরবর্তী ৪০.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই শ্রেণিটি ৪টি উপশ্রেণিতে বিভাজিত হয়ে গিয়েছিল। এই উপশ্রেণিগুলো হলো-  নটিলোইডিয়া, কোলেওয়েইডিয়া, অর্থোসেরাটোইডিয়া এবং এ্যামোনোইডিয়া।

৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই উপশ্রেণিটি ২টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- বেলেমনোইডিয়া এবং নিয়োকোলেয়োইডিয়া। ৪৮ থেকে ২৩.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই থাকটি ৫টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ চারটি হলো