হেটেরোব্রাঞ্চিয়া
Heterobranchia
 

প্রাণিরাজ্যের মোলাস্কা পর্বের একটি অন্যতম উপশ্রেণি বিশেষ। ১৮৪০ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন J.E. Gray। এই উপশ্রেণির ভিতরে রয়েছে শামুক ও স্লাগের থাকসমূহ।

২০১৬ খ্রিষ্টাব্দে Kano et al- এর শ্রেণিবিভাজন অনুসারে হেটেরোব্রাঞ্চিয়া উপশ্রেণিটি সাধারণ ভাবে ২টি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ ২টি হলো

ধারণ করা হয়, মোলাস্কা পর্ব থেকে ৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে গ্যাস্ট্রোপোডা শ্রেণির প্রাণীর আবির্ভাব ঘটেছিল। পরে এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল হেটেরোব্রাঞ্ছিয়া উপশ্রেণির প্রজাতিসমূহ ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে হেটেরোব্রাঞ্ছিয়া উপশ্রেণি থেকে উদ্ভব হয়েছিল নিম্ন হেটেরোব্রাঞ্চিয়া এবং ইউথাইনেউরা থাকের প্রজাতিসমূহ।