|
অর্থোগ্যাস্ট্রোপোডা
Orthogastropoda
প্রাণিরাজ্যের
মোলাস্কা
পর্বের একটি উপশ্রেণি বিশেষ। ১৯৯৭ খ্রিষ্টাব্দে
পন্ডার ও লিনবার্গ এর পুরোনো শ্রেণীবিন্যাস অনুসারে এই উপশ্রেণিকে
গ্যাস্ট্রোপোডা'
শ্রেণির অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু ২০০৫ খ্রিষ্টাব্দে বুয়েট ও রোক্রোতে গ্যাস্ট্রোপোডার শ্রেণিকরণের সময়
অর্থোস্ট্রোপোডাকে বাতিল করে দেন।
এটি
শামুক
এবং স্লাগসেদের একটি বড় উপশ্রেণি।
এদের স্বচ্ছ কাঁচের মতো চক্ষু রয়েছে।
খাদ্যগ্রহণের জন্য চোয়ালের মতো অঙ্গ আছে। এদের রেচনের রয়েছে একটি বৃক্ক।
অর্থোগ্যাস্ট্রোপোডা ক্রমবিবর্তন
মোলাস্কা
পর্বের প্রাণীর আবির্ভাব ঘটেছিল
৫৩
খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
৫০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই
পর্ব থেকে উদ্ভব হয়েছিল
গ্যাস্ট্রোপোডা
শ্রেণির প্রাণী। আর ৪৮.৫৪
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল
অর্থোগ্যাস্ট্রোপোডা উপশ্রেণির
প্রজাতিসমূহ। পরবর্তী সময়ে এই উপশ্রেণি থেকে উদ্ভব হয়েছিল প্রকৃত
শামুক,
এ্যাবালোন
ইত্যাদি।
তথ্য :
বাংলা একাডেমী বিজ্ঞানকোষ। তৃতীয় খণ্ড। আষাঢ় ১৪০৮/জুন ২০০১
http://en.wikipedia.org/wiki/Taxonomy_of_the_Gastropoda_%28Ponder_%26_Lindberg,_1997%29