পলিকিটা

Polychaetaa

প্রাণিরাজ্যের
এ্যানেলিডা পর্বের একটি শ্রেণির নাম
গ্রিক
polys (বহু) ও pchaite (চুল) এদের দেহে চুলের অস্তিত্ব থাকায় এরূপ নামকরণ করা হয়েছে।  ১৮৫০ খ্রিষ্টাব্দে এই পর্বের নামকরণ করেছিলেন Grube

 এদের মস্তক সুষ্পষ্টভাবে চেনা যায়।  উপাঙ্গ হিসেবে মস্তিষ্কের সাথে রয়েছে চোখ, পাল্প এবং টেন্টাকল। অধিকাংশ প্রজাতির দেহ খণ্ডাংশে সিটিযুক্ত প্যারাপোডিয়া রয়েছে। এরা একলিঙ্গিক। জীবনচক্রে মুক্ত সাঁতারু ট্রোকোফোর লার্ভা দেখতে পাওয়া যায়। এদের অধিকাংশই সামুদ্রিক। তবে কয়েকটি প্রজাতি স্বাদুপানির প্রজাতিও পাওয়া যায়।

উদাহরণ:
Neanthes virens (নেরিস
)

ক্রমবিবর্তনের ধারা
৫৩.৮-৪৮.৫ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লোফোট্রোকোজোয়া ঊর্ধপর্ব টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো- সাইক্লিয়োফোরা পর্ব, ক্রোপ্টোট্রোকোজোয়া থাক, মোলাস্কা পর্ব   এ্যানেলিডা পর্ব।


৪৮-৪৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি পরে দুটি শ্রেণিতে বিভক্ত হয়ে যায়। এই শ্রেণি দুটি হলো- পলিকিটা এবং ক্লাইটেল্লাটা। পরে পলিকিটা থেকে দুটি উপশ্রেণির উদ্ভব হয়েছিল। এই উপশ্রেণি দুটো হলো-পাল্পাটা এবং স্কোলেসিডা। এর ভিতরে  পলিকিটা শ্রেণির উদ্ভব হয়েছিল কোটি খ্রিষ্টপূর্বাব্দে।


তথ্য :
বাংলা একাডেমী বিজ্ঞানকোষ। তৃতীয় খণ্ড। আষাঢ় ১৪০৮/জুন ২০০১