|
ক্রমবিবর্তনের ধারা
৫৩.৮-৪৮.৫
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লোফোট্রোকোজোয়া ঊর্ধপর্ব
৪টি ভাগে
বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো- সাইক্লিয়োফোরা
পর্ব,
ক্রোপ্টোট্রোকোজোয়া থাক,
মোলাস্কা
পর্ব ও
এ্যানেলিডা
পর্ব।
৪৮-৪৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি পরে দুটি শ্রেণিতে বিভক্ত হয়ে যায়।
এই শ্রেণি দুটি হলো-
পলিকিটা এবং
ক্লাইটেল্লাটা। পরে পলিকিটা থেকে দুটি উপশ্রেণির
উদ্ভব হয়েছিল। এই উপশ্রেণি দুটো হলো-পাল্পাটা এবং স্কোলেসিডা। এর ভিতরে পলিকিটা
শ্রেণির উদ্ভব হয়েছিল ৪৮
কোটি খ্রিষ্টপূর্বাব্দে।
তথ্য :
বাংলা একাডেমী
বিজ্ঞানকোষ। তৃতীয় খণ্ড। আষাঢ় ১৪০৮/জুন ২০০১