এ্যানেলিডা
Annelida
প্রাণিরাজ্যের একটি পর্বের নাম। ১৮০৯ খ্রিষ্টাব্দে এই পর্বের নামকরণ করেছিলেন
লেমার্ক। ল্যাটিন
anellus ছোটো
বলয়।
এদের দেহ ছোটো ছোট বলয় নিয়ে গঠিত, এই কারণে এর এরূপ নামকরণ করা হয়েছে।
এই পর্বের অতি
পরিচিত
প্রজাতির মধ্যে
রয়েছে কেঁচো, জোঁক ও
খণ্ডদেহী পোকা।
এদের দেহ নলাকার,
ত্রিস্তর বিশৈষ্ট এবং
দ্বিপার্শীয় প্রতিসম। এপিথেলিয়াম নিঃসৃত পাতলা কিউটিকল দ্বারা
আবৃত থাকে। দেহে
প্রকৃত সিলোম থাকে।
দেহ আংটির মতো বহু খণ্ডক
বিভক্ত।
প্রজাতিভেদে এই
খণ্ডগুলো অভ্যন্তরীণ বা বাহ্যিক হতে পারে। প্রতিটি খণ্ডে রেচন অঙ্গ হিসেবে
নেফ্রিডিয়া রয়েছে।
এদের রক্তসংবহনতন্ত্র বদ্ধ ধরনের। রক্তরেসে এ্যামিবোসাইট এবং কয়েক ধরনের শ্বসন
রঞ্জক রয়েছে। আর্দ্র ত্বক, মস্তক বা প্যারাপোডিয়ার ফুলকার মাধ্যমে শ্বসন কাজ
সম্পন্ন করে।
এদের দেহে রয়েছে পূর্ণাঙ্গ পরিপাকতন্ত্র।
এদের মস্তিষ্কের কাজ সম্পন্ন করার জন্য রয়েছে এক জোড়া সেরিব্রাল গ্যাংগ্লিয়া। এছাড়া
প্রতিটি খণ্ডে রয়েছে পার্শ্বীয় স্নায়ুতন্ত্র।
এইপ পর্বের অধিকাংশ প্রজাতিই উভলিঙ্গিক। কোনো কোনো প্রজাতির ভিতরে ট্রাকোফোর নামক
লার্ভা দশা লক্ষ্য করা যায়।
ক্রমবিবর্তনের ধারা
নেফ্রোজোয়া থাক:আবির্ভাবকাল ৫৫.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ক্রমবিবর্তনের
ধারায় এদের দেহে সিলোম ও স্নায়ুরজ্জুর আবির্ভাব ঘটেছিল। ক্যাম্ব্রিয়ান অধিযুগের
শুরু দিকে (৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দ), নেফ্রোজোয়া থাকটি দুটি ভাগে
বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
প্রোটোস্টোমিয়া
এবং
ডুটারিস্টোমিয়া
।
প্রোটোস্টোমিয়াথাক:৫৪.১ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের কিছু পূর্বে এই থাকের প্রজাতিসমূহের আবির্ভাব হয়েছিল।
৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে এই থাক ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই
ভাগগুলো হলো-
স্পাইরালিয়া,
এক্ডাইসোজোয়া
ও
চিটোগ্নাথা।
স্পাইরালিয়া থাক: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।
স্পারালিয়া থাক: ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিকে দুই ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি
হলো- প্লাটিট্রোকোজোয়া
ও ন্যাথিফেরা ।
প্লাটিট্রোকোজোয়া
থাক: আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।
৫৪.১
-৫৩.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
এই ভাগ দুটি হলো-
প্লাটিজোয়া ও
লোফোট্রোকোজোয়া।
প্লাটিজোয়া থাক:
আবির্ভাব কাল- ৫৪.১
কোটি খ্রিষ্টপূর্বাব্দের শেষের দিক।
লোফোট্রোকোজোয়া ঊর্ধপর্ব: আবির্ভাবকাল- ৫৩.৮
কোটি খ্রিষ্টপূর্বাব্দ। ৫৩.৮-৪৮.৫
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লোফোট্রোকোজোয়া ঊর্ধপর্ব ৪টি ভাগে
বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
সাইক্লিয়োফোরাপর্ব,
ক্রোপ্টোট্রোকোজোয়া থাক,মোলাস্কা
পর্বওএ্যানেলিডা
পর্ব।
৪৮-৪৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি পরে ৩টি শ্রেণিতে বিভক্ত হয়ে যায়।
এই শ্রেণি দুটি হলো-
পলিকেটা (Polychaeta)
শ্রেণি: আবির্ভাব কাল ৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ