|
ক্রমবিবর্তনের ধারা
৫৩.৮-৪৮.৫
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে লোফোট্রোকোজোয়া ঊর্ধপর্ব
৪টি ভাগে
বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো- সাইক্লিয়োফোরা
পর্ব,
ক্রোপ্টোট্রোকোজোয়া থাক,
মোলাস্কা
পর্ব ও
এ্যানেলিডা
পর্ব।
৪৮-৪৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই পর্বটি পরে
২টি ভাগে বিভাজিত হয়ে যায়।
এই শ্রেণি ২টি ভাগে বিভাজিত হয়ে যায়।
এই ভাগগুলো হলো-
পলিকেটা
ও
ক্লিটেল্লাটা। এর ভিতরে
৪৪ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ক্লিটেল্লাটা
উপশ্রেণির আবির্ভাব হয়েছিল।
৪৪-২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ক্লিটেল্লাটা
শ্রেণি তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
এই ভাগগুলো হলো- ব্র্যাঙ্কিয়োব্ডেল্লিডা, ওলিগোকিটা ও হুরুডিনিয়া
তথ্য :
বাংলা একাডেমী
বিজ্ঞানকোষ। তৃতীয় খণ্ড। আষাঢ় ১৪০৮/জুন ২০০১