২৮ বৎসর অতিক্রান্ত বয়স

নজরুল ইসলামের ২৮ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ (২৫ মে ১৯২৭ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৩৫ (বৃহস্পতিবার ২৪ মে ১৯২৮ খ্রিষ্টাব্দ)


এই বছরের শুরু থেকেই নজরুল কৃষ্ণনগরে ছিলেন। তবে মার্চ মাসে তিনি কৃষ্ণ থেকে বসবাসের জন্য কলকাতায় চলে এসেছিলেন। নজরুলে তাঁর  ২৭ বৎসর অতিক্রান্ত বয়সের শেষের দিকে গজল রচনায় বিশেষভাবে উৎসাহিত হয়ে উঠেছিলেন। ২৮ বৎসর অতিক্রান্ত বয়সের শুরু থেকে সে উৎসাহে ভাটা পড়ে নি। এই বছরে প্রকাশিত হয়েছিল নজরুলের একাধিক গ্রন্থ। সব মিলিয়ে নজরুলের ২৮ বৎসর অতিক্রান্ত বয়স হয়ে উঠেছিল বৈচিত্র্যময়।

এই বছরে রচিত নতুন গান ছিল ২৮টি। ২৮ বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের সংখ্যা দাঁড়িয়েছিল ১২৮টি।

নওরোজ পত্রিকার  'আষাঢ় ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যা'য় প্রকাশিত হয়েছিল ঝিলিমিল নামক একাঙ্কিকা। এই একাঙ্কিকাটির রচনার ও স্থান উল্লেখ করা হয়েছিল- কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪ [বুধবার, ৮ জুন ১৯২৭]। একাঙ্কিকাটিতে চারটি নতুন গান ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, এই গানগুলো নজরুল জ্যৈষ্ঠ মাসের শেষার্ধে রচনা করেছিলেন। এই গানগুলো হলো-


সূত্র
  • কাজী নজরুল। প্রাণতোষ ভট্টাচার্য। ন্যাশনাল বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড। কলকাতা-১২। ১৩৭৩ বঙ্গাব্দ
  • কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা। মুজফ্‌ফর আহমদ। ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড। ১২ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলিকাতা-১২। প্রথম সংস্করণ সেপ্টেম্বর ১৯৬৫।
  • ঠাকুর-বাড়ির আঙিনায়। জসিম উদ্দিন। গ্রন্থপ্রকাশ। কলিকাতা।
  • নজরুল-জীবনী। রফিকুল ইসলাম। নজরুল ইন্সটিটউট, ঢাকা। ২০১৫ খ্রিষ্টাব্দ।
  • নজরুল তারিখ অভিধান। মাহবুবুল হক। বাংলা একাডেমী, ঢাকা। জুন ২০১‌০ খ্রিষ্টাব্দ।
  • নজরুল যখন বেতারে। আসাদুল হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমী। মার্চ ১৯৯৯।
  • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। প্রথম-দ্বাদশ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা]
  • নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর [কবি নজরুল ইনস্টিটিউট। আষাঢ় ১৪২৫/জুন ২০১৮]
  • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, ফেব্রুয়ারি ২০১২)।
  • বিদ্রোহী-রণক্লান্ত, নজরুল জীবনী। গোলাম মুরশিদ। প্রথমা, ঢাকা। ফেব্রুয়ারি ২০১৮ খ্রিষ্টাব্দ।