২৮ বৎসর অতিক্রান্ত বয়স
নজরুল ইসলামের ২৮ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৩৪ বঙ্গাব্দ (২৫ মে ১৯২৭ খ্রিষ্টাব্দ) থেকে। শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৩৫ (বৃহস্পতিবার ২৪ মে ১৯২৮ খ্রিষ্টাব্দ)
এই বছরের শুরু থেকেই নজরুল কৃষ্ণনগরে ছিলেন। তবে মার্চ মাসে
তিনি কৃষ্ণ থেকে বসবাসের জন্য কলকাতায় চলে এসেছিলেন। নজরুলে তাঁর ২৭ বৎসর
অতিক্রান্ত বয়সের শেষের দিকে গজল রচনায় বিশেষভাবে উৎসাহিত হয়ে উঠেছিলেন। ২৮ বৎসর
অতিক্রান্ত বয়সের শুরু থেকে সে উৎসাহে ভাটা পড়ে নি। এই বছরে প্রকাশিত হয়েছিল
নজরুলের একাধিক গ্রন্থ। সব মিলিয়ে নজরুলের ২৮ বৎসর অতিক্রান্ত বয়স হয়ে উঠেছিল
বৈচিত্র্যময়।
এই বছরে রচিত নতুন গান ছিল ২৮টি। ২৮ বৎসর অতিক্রান্ত বয়স শেষে মোট গানের
সংখ্যা দাঁড়িয়েছিল ১২৮টি।নওরোজ পত্রিকার 'আষাঢ়
১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যা'য় প্রকাশিত হয়েছিল ঝিলিমিল নামক একাঙ্কিকা। এই একাঙ্কিকাটির রচনার ও স্থান উল্লেখ করা হয়েছিল-
কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪ [বুধবার, ৮ জুন ১৯২৭]। একাঙ্কিকাটিতে চারটি
নতুন গান ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, এই গানগুলো
নজরুল জ্যৈষ্ঠ মাসের শেষার্ধে রচনা করেছিলেন। এই গানগুলো হলো-
- সালাম,সালাম,জামালউদ্দীন
[তথ্য]
সাইয়িদ জামাল উদ্দিন আফগানি (১৮৩৮/১৮৩৯-৯ মার্চ ১৮৯৭)
ছিলেন ঊনবিংশ শতকের একজন ইসলামি আদর্শবাদী, ইসলামি আধুনিকতাবাদের অন্যতম জনক ও প্যান ইসলামিক ঐক্যের একজন প্রবক্তা।
তাঁর স্মরণে নজরুল 'জামালউদ্দীন' শিরোনামে একটি কবিতা রচনা করেছিলেন। নজরুল
ইনস্টিটিউট থেকে প্রকাশিত 'নজরুল সঙ্গীত সংগ্রহ'-এ এই কবিতাটি গান হিসেবে
সংকলিত হয়েছে। নজরুল-রচনাবলী
জন্মশরবর্ষ সংস্করণ নবম খণ্ডে (বাংলা একাডেমি ঢাকা। আশ্বিন ১৪২২/অক্টোবর
২০১৫। পৃষ্ঠা ৯৯) এটি 'অগ্রন্থিত কবিতা' অংশে অন্তর্ভুক্ত হয়েছে। মুদ্রিত
কবিতার নিচে লেখা আছে 'বুলবুল ১৩৩৪। বুলবুল পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত
হয়েছিল, তার উল্লেখ নেই। তাই এই কবিতাটি কবির ২৮ বছরের রচনা হিসেবে
উল্লেখ করা হয়েছে।
- ঝরে ঝর ঝর কোন্ গভীর গোপন
[তথ্য]
রচনার স্থান ও কাল: কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪ [বুধবার, ৮ জুন ১৯২৭]
প্রথম প্রকাশ: নওরোজ।
আষাঢ় ১৩৩৪ (জুন-জুলাই ১৯২৭)।
ঝিলিমিলি। প্রথম দৃশ্য। হালিমার গান।
নজরুলের বয়স: ২৮ বৎসর ১ মাস।
- হৃদয় যত নিষেধ হানে [তথ্য]
রচনার স্থান ও কাল: কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪ [বুধবার, ৮ জুন ১৯২৭]
প্রথম প্রকাশ: নওরোজ।
আষাঢ় ১৩৩৪ (জুন-জুলাই ১৯২৭)।
ঝিলিমিলি। প্রথম দৃশ্য। বাইরে থেকে কোনো তরুণের গান (হাবিব)
নজরুলের বয়স: ২৮ বৎসর ১ মাস।
- শুকালো মিলন-মালা
[তথ্য]
রচনার স্থান ও কাল: কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪ [বুধবার, ৮ জুন ১৯২৭]
প্রথম প্রকাশ: নওরোজ।
আষাঢ় ১৩৩৪ (জুন-জুলাই ১৯২৭)।
ঝিলিমিলি। প্রথম দৃশ্য। হাবিবের গান।
নজরুলের বয়স: ২৮ বৎসর ১ মাস।
-
স্মরণ পারের ওগো প্রিয় [তথ্য]
রচনার স্থান ও কাল: কৃষ্ণনগর, ২৫ জ্যৈষ্ঠ ১৩৩৪ [বুধবার, ৮ জুন ১৯২৭]
প্রথম প্রকাশ: নওরোজ।
আষাঢ় ১৩৩৪ (জুন-জুলাই ১৯২৭)।
ঝিলিমিলি।
তৃতীয় দৃশ্য। হাবিবের গান।
নজরুলের বয়স: ২৮ বৎসর ১ মাস।
নওরোজ পত্রিকার 'শ্রাবণ ১৩৩৪ (জুলাই ১৯২৭) সংখ্যা'য় 'সারা ব্রিজ' নামক একটি নাটিকার প্রথম ও দ্বিতীয় দৃশ্য প্রকাশিত হয়েছিল।
১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে প্রকাশিত ঝিলমিল ' নাট্য সংকলনের প্রথম সংস্করণে নাটিকাটি অন্তর্ভুক্ত হয়েছিল
'সেতু-বন্ধ'
নামে। নওরোজ পত্রিকার 'শ্রাবণ ১৩৩৪ বঙ্গাব্দ সংখ্যা'য় প্রকাশিত 'সারা
ব্রিজ' নাটকের দুটি দৃশ্যে মোট ৫টি গান ব্যবহৃত
হয়েছিল। গানগুলো হলো-
- গরজে গম্ভীর গগনে কম্বু
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: নওরোজ।
শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)। সারাব্রিজ।
মেঘের বাদ্য ও নৃত্যের নৈপথ্যে পরিবেশিত গান
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- অধীর অম্বরে গুরু গরজন
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: নওরোজ।
শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)। সারাব্রিজ।
প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। বৃষ্টিধারার গান।
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- হাজার তারার হার হয়ে গো
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: নওরোজ। শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)। সারাব্রিজ। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য।
বৃষ্টিধারার গান
(নৃত্যসহ)।
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- নমো হে নমো যন্ত্রপাতি
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: নওরোজ। শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)। সারাব্রিজ। প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। যন্ত্র, ইট, কাঠ, পাথর, লোহা'র বন্দনাগীত
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- চরণ ফেলি গো মরণ-ছন্দে
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: নওরোজ। শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)। সারাব্রিজ।
প্রথম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। সৈন্যগণের গান
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- কেন কাঁদে পরান কি বেদনায় কারে কহি [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: নওরোজ। শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)।
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- আসিলে এ ভাঙা ঘরে
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: নওরোজ।
শ্রাবণ ১৩৩৪ (জুলাই-আগষ্ট ১৯২৭)।
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
-
কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ:
নওরোজ। ভাদ্র
১৩৩৪ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯২৭) সংখ্যা।
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- ভুখা আঁখি কাজ কি ঢাকি ওড়না দিয়ে
গুলবদন [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: কল্লোল। ভাদ্র
১৩৩৪ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯২৭) সংখ্যা।
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- কোন্ শরতে পূর্ণিমা চাঁদ আসিলে
[তথ্য]
রচনার স্থান ও কাল:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (জন্ম ১৫ সেপ্টেম্বর ১৮৭৬) ৫২তম জন্মদিন পালিত
হয়েছিল কৃষ্ণনগরে। এই অনুষ্ঠান উপলক্ষে নজরুল এই গানটি
রচনা করেছিলেন।
প্রথম প্রকাশ: কল্লোল। আশ্বিন
১৩৩৫ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯২৮) সংখ্যা।
নজরুলের বয়স: ২৮ বৎসর ২ মাস।
- অগ্রপথিক হে সেনাদল
[তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: সওগাত।
অগ্রহায়ণ ১৩৩৪ (নভেম্বর-ডিসেম্বর ১৯২৭) সংখ্যা।
নজরুলের বয়স: ২৮ বৎসর ৬ মাস।
- চেয়ো না সুনয়না আর চেয়ো না [তথ্য]
রচনার স্থান ও কাল: অজ্ঞাত
প্রথম প্রকাশ: সওগাত।
অগ্রহায়ণ ১৩৩৪ (নভেম্বর-ডিসেম্বর ১৯২৭) সংখ্যা।
নজরুলের বয়স: ২৮ বৎসর ৬ মাস।
-
পুরবের তরুণ অরুণ পূরবে
[তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: নাচঘর।
৭ই পৌষ ১৩৩৪ (২৩ ডিসেম্বর ১৯২৭)
নজরুলের বয়স: ২৮ বৎসর ৭ মাস।
-
কে বিদেশী বন-উদাসী
[তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: সওগাত।
পৌষ ১৩৩৪ (ডিসেম্বর ১৯২৭-জানুয়ারি ১৯২৮)।
নজরুলের বয়স: ২৮ বৎসর ৭ মাস।
-
বসিয়া নদীকূলে, এলোচুলে কে উদাসিনী [তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: প্রগতি। মাঘ ১৩৩৪(জানুয়ারি-ফেব্রুয়ারি
১৯২৮)
নজরুলের বয়স: ২৮ বৎসর ৮ মাস।
-
চল্ চল্ চল্ চল্ চল্ চল্ (ঊর্ধ্বগগনে) [তথ্য]
রচনার স্থান ও কাল:
১৯২৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে (ফাল্গুন ১৩৩৪) ঢাকায়
মুসলিম সাহিত্য-সমাজের দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আমন্ত্রণে
নজরুল ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হলের তৎকালীন হাউস টিউটর অধ্যাপক
সৈয়দ আবুল হোসেনের বাসায় ওঠেন। এই বাসাতে নজরুল এই গানটি রচনা করেন।
প্রথম প্রকাশ:
- শিখা। [দ্বিতীয় বর্ষ। বৈশাখ ১৩৩৫
(এপ্রিল-মে ১৯২৮)]। শিরোনাম: নতুনের গান।
- মোয়াজ্জিন। [১ম বর্ষ, ১ম সংখ্যা, বৈশাখ ১৩৩৫
(এপ্রিল-মে ১৯২৮)]। শিরোনাম:
ঊর্ধ্ব গগনে বাজে মাদল।
নজরুলের বয়স: ২৮ বৎসর ৯ মাস।
- সখি
ব'লো বধুঁয়ারে নিরজনে (ব'লো বঁধুয়া রে) [তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: সওগাত।
চৈত্র ১৩৩৪ (মার্চ-এপ্রিল ১৯২৮)
নজরুলের বয়স: ২৮ বৎসর ১০ মাস।
- নিশি
ভোর হল জাগিয়া [তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: প্রগতি। চৈত্র ১৩৩৪
(মার্চ-এপ্রিল ১৯২৮)
নজরুলের বয়স: ২৮ বৎসর ১০ মাস।
- পরদেশী বঁধুয়া, এলে কি এতদিনে [তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: কালিকলম পত্রিকা।
চৈত্র ১৩৩৪
(মার্চ-এপ্রিল ১৯২৮)
নজরুলের বয়স: ২৮ বৎসর ১০ মাস।
- আজি দোল-পূর্ণিমাতে দুল্বি তোরা [তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: কালিকলম । চৈত্র ১৩৩৪ (মার্চ-এপ্রিল ১৯২৮)
নজরুলের বয়স: ২৮ বৎসর ১০ মাস।
- এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে
[তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ:
প্রগতি ।
বৈশাখ
১৩৩৪ (এপ্রিল-মে
১৯২৮)।
নজরুলের বয়স: ২৮ বৎসর ১১ মাস।
-
পেয়ে কেন নাহি পাই হৃদয়ে [তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: জাগরণী ।
বৈশাখ
১৩৩৪ (এপ্রিল-মে
১৯২৮)।
নজরুলের বয়স: ২৮ বৎসর ১১ মাস।
-
নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল
[তথ্য]
রচনার স্থান ও কাল:
অজ্ঞাত
প্রথম প্রকাশ: কালিকলম। জ্যৈষ্ঠ ১৩৩৫ বঙ্গাব্দ (মে-জুন ১৯২৮)
নজরুলের বয়স: ২৮ বৎসর অতিক্রান্ত বয়সের শেষের দিকে এই গানটি রচনা করেছিলেন।
সূত্র
- কাজী নজরুল। প্রাণতোষ ভট্টাচার্য। ন্যাশনাল বুক এজেন্সী
প্রাইভেট লিমিটেড। কলকাতা-১২। ১৩৭৩ বঙ্গাব্দ
- কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা। মুজফ্ফর আহমদ। ন্যাশনাল
বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড। ১২ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রীট, কলিকাতা-১২।
প্রথম সংস্করণ সেপ্টেম্বর ১৯৬৫।
- ঠাকুর-বাড়ির আঙিনায়। জসিম উদ্দিন। গ্রন্থপ্রকাশ। কলিকাতা।
- নজরুল-জীবনী। রফিকুল ইসলাম। নজরুল ইন্সটিটউট, ঢাকা।
২০১৫ খ্রিষ্টাব্দ।
- নজরুল তারিখ অভিধান। মাহবুবুল হক। বাংলা একাডেমী, ঢাকা।
জুন ২০১০ খ্রিষ্টাব্দ।
- নজরুল যখন বেতারে। আসাদুল হক। বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
মার্চ ১৯৯৯।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। প্রথম-দ্বাদশ খণ্ড [বাংলা
একাডেমী, ঢাকা]
- নজরুল সঙ্গীত নির্দেশিকা। ব্রহ্মমোহন ঠাকুর [কবি নজরুল
ইনস্টিটিউট। আষাঢ় ১৪২৫/জুন ২০১৮]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট,
ফেব্রুয়ারি ২০১২)।
- বিদ্রোহী-রণক্লান্ত, নজরুল জীবনী। গোলাম মুরশিদ। প্রথমা,
ঢাকা। ফেব্রুয়ারি ২০১৮ খ্রিষ্টাব্দ।