বাল্মীকি প্রতিভা (১২৮৭ বঙ্গাব্দ)
প্রথম সংস্করণ

রবীন্দ্রনাথের রচিত প্রথম গীতিনাট্য। ১২৮৭ বঙ্গাব্দের প্রথম সংস্করণের গানের তালিকা নিচে তুলে ধরা হলো।

আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ [প্রথম দৃশ্য, দস্যুদের গান] [তথ্য]
আমার কোথায় সে উষাময়ী প্রতিভা [তৃতীয় দৃশ্য বাল্মীকির গান] [তথ্য]
আর না আর না [তৃতীয় দৃশ্য। দস্যুদের গান] [তথ্য]
আরে, কী এত ভাবনা [দ্বিতীয় দৃশ্য, বাল্মীকি ও দস্যুদের গান ] [তথ্য]
এ কি এ, ঘোর বন [প্রথম দৃশ্য, বালিকার গান] [তথ্য]
এ কেমন হ'লো মন আমার [দ্বিতীয় দৃশ্য, বাল্মীকির গান] [তথ্য]
এই যে হেরি গো দেবী আমারি [তৃতীয় দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]
এক ডোরে বাঁধা আছি মোরা সকলে [প্রথম দৃশ্য, সমবেত গান] [তথ্য]
এখন করবো কী বল্ [প্রথম দৃশ্য, দস্যুদের গান] [তথ্য]
কালী কালী বলো রে আজ [প্রথম দৃশ্য। দস্যুদের গান] [তথ্য]
কি দশা হল আমার (
হা, কী দশা হল আমার) [দ্বিতীয় দৃশ্য। বালিকার গান] [তথ্য]
কী বলিনু আমি [তৃতীয় দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]
কেন গো আপন মনে ভ্রমিছ [তৃতীয় দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]
কোথা লুকাইলে [তৃতীয় দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]
থাম্ থাম্ কী করিবি [তৃতীয় দৃশ্য। বাল্মীকি ও ব্যাধের গান] [তথ্য]
দেখো, হো ঠাকুর, বলি এনেছি মোরা [দ্বিতীয় দৃশ্য। দস্যুদের গান] [তথ্য]
নিয়ে আয় কৃপাণ [দ্বিতীয় দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]
নিশুম্ভমর্দ্দিনী অম্বে [দ্বিতীয় দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]

পথ ভুলেছিস সত্যি বটে [প্রথম দৃশ্য। দস্যুদের গান] [তথ্য]
ব্যাকুল হ'য়ে বনে বনে [তৃতীয় দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]
শোন্ তোরা সবে শোন্ [প্রথম দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]

শোন্ রে শোন্ এ আদেশ [দ্বিতীয় দৃশ্য। বাল্মীকির গান] [তথ্য]
হৃদয়ে রাখ, গো দেবি, চরণ তোমার। [তৃতীয় দৃশ্য। বাল্মীকর গান] [তথ্য]