প্রাণিজগৎ
বানান
বিশ্লেষণ:
প্+র্+আ+ণ্+ঈ+জ্+অ+গ্+অ+ত্
উচ্চারণ:
pra.ni.ɟɔ.got̪
(প্রা.নি.জ.গোত্)
শব্দ-উৎস:
সংস্কৃত
প্রাণী>বাংলা
প্রাণী+সংস্কৃত
জগৎ>বাংলা
জগৎ।
প্রাণিজগৎ (সমাসবদ্ধ
শব্দের পূর্বপদে প্রাণী শব্দ প্রাণি হয়)।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ প্রাণিজগৎ
|
জীবরাজ্য
|
শ্রেণিগত দল
|
জৈবিক দল
|
দল
|
বিমূর্তন|
বিমূর্ত
সত্তা |
সত্তা
|}}
ইংরেজি:
Animal Kingdom
জীবজগতের একটি
অন্যতম শাখা।
সু-প্রাণকেন্দ্রিক কোষ
-যুক্ত জীব। এদের দেহে নির্দিষ্ট আকারযুক্ত।
[বিস্তারিত:
প্রাণিজগৎ
]
সূত্র: