যৌনশাস্ত্র
বানান্ বিশ্লেষণ: য্+ঔ+ন্+অ+শ্+আ+স্+ত্+র্+অ
উচ্চারণ:
ɟou.no.ʃas.t̪ro
(জৌ.নো.শাস্.ত্রো)
শব্দ-উৎস:
সংস্কৃত যৌনশাস্ত্র>
বাংলা যৌনশাস্ত্র
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
শারীরবিজ্ঞান |
প্রাণিবিজ্ঞান |
জীববিজ্ঞান |
প্রাণবিজ্ঞান |
প্রাকৃতিক বিজ্ঞান |
বিজ্ঞান|
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ: মানুষের যৌন আচরণ এবং কার্যপ্রণালী বিষয়ক বা শাস্ত্র।
ইংরেজি:
sexology
সমার্থক শব্দাবলি: কামশাস্ত্র,
যৌনবিজ্ঞান,
যৌনশাস্ত্র