জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান্টে
রাজ্যের
সাপিন্ডেলেস বর্গের
গণ বিশেষ।
এই গণ থেকে উদ্ভব হয়েছিল- কাজুবাদাম জাতীয়ের উদ্ভব হয়েছিল।
এই গোষ্ঠীর উদ্ভিদের সাধারণ বৈশিষ্ট্য
এই বর্গের অন্তর্ভুক্ত উদ্ভিদগুলোর মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়:
- উদ্ভিদের ধরন: এই গোত্রের অধিকাংশ উদ্ভিদই চিরহরিৎ বা
গুল্মজাতীয়।
- পাতা: এদের পাতা একান্তরভাবে সজ্জিত থাকে। পাতাগুলো সাধারণত
ডিম্বাকার বা উপবৃ্ত্তাকার হয়।
এরা কাণ্ডে একান্তরভাবে সজ্জিত থাকে। পাতায় চামড়ার মতো পুরু ভাব দেখা যায়।
পাতার প্রান্তভাগ মসৃণ হয়ে থাকে।
- ফুল ফুলগুলো আকারে ছোট এবং গুচ্ছবদ্ধ থাকে।
শাখার প্রান্তভাগে ফুল ফোটে। এরা সাধারণত একলিঙ্গী বা উভয়লিঙ্গী হতে
পারে। এর পাপাড়ি ৫টি পাপড়ি থাকে যা রৈখিক বা
বর্শাকৃতির।
- ফল: এদের ফল মূলত একটি শক্ত এবং বৃক্কাকার
নাট।
ফল পাকার সময় ফুলের বোঁটা বা পুষ্পাক্ষ ফুলে গিয়ে একটি রসালো, মাংসল ও আপেলের মতো গঠন তৈরি করে। একে 'ফল' মনে হলেও উদ্ভিদবিজ্ঞানের ভাষায় এটি একটি 'অপ্রকৃত ফল'।
- বীজ: শক্ত খোলসের ভেতরে একটি মাত্র বীজ থাকে। যা আমরা কাজুবাদাম হিসেবে চিনি।
তৈলাক্ত রস: এই গণের উদ্ভিদের বাকল এবং ফলের খোসায় এক ধরণের তীক্ষ্ণ, কষযুক্ত এবং কিছুটা বিষাক্ত তৈলাক্ত রস থাকে। এটি চামড়ায় লাগলে ফোস্কা পড়তে পারে।
ক্রমবিবর্তন
এ্যানাকার্ডিওয়াইডি
উপগোত্রটি ৫.৬ থেকে ৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ উদ্ভিদবিজ্ঞানীরা ফলের গঠন এবং পরাগরেণুর বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধান
দুটি 'গোষ্ঠীতে'-এ ভাগ হয়ে গিয়েছিল।
ভাগ দুটি হলো- এ্যানাকার্ডি
ও সেমেকার্পি।
-
এ্যানাকার্ডি
গোষ্ঠী: আবির্ভাবকাল ৫.৬ থেকে ৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
গবেষণায় দেখা গেছে যে, এই গোষ্ঠীটি দক্ষিণ-পূর্ব এশিয়ার
ক্রান্তীয় অঞ্চলে দ্রুত বৈচিত্র্যময় হয়ে ওঠে।
প্রায় ৫.৫ থেকে ৪.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই গোষ্ঠী ৭টি গণে। এগুলো হলো-
ম্যাঞ্জিফেরা
এ্যানাকার্ডিয়াম, গ্লুটা,
সুইনটোনিয়া, বৌয়া,
ফেজিমানর ও এ্যান্ড্রটিয়াম।
এ্যানাকার্ডিয়াম গণ: এই গণের আবির্ভাব হয়েছিল ৫ থেকে ৪.৫ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে। প্রাচীন
গন্ডোয়ানা ভূখণ্ডের পশ্চিম অংশে (বর্তমান দক্ষিণ আমেরিকা অঞ্চলে)
বিবর্তিত হয়েছিল। পরবর্তী সময়ে এটি বিশ্বের বিভিন্ন ক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এই গণের উল্লেখযোগ্য প্রজাতিসমূহ
- এ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টাল: এটি এই গণের সবচেয়ে পরিচিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি। একে আমরা কাজুবাদাম নামে চিনি। এর আদি নিবাস ব্রাজিল হলেও বর্তমানে এটি বাংলাদেশ, ভারত, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে চাষ করা হয়।
- এ্যানাকার্ডিয়াম এক্সেলসাম। একে সাধারণত বুনো কাজু বা 'এসপাভে' বলা হয়। এটি মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার বনে পাওয়া যায়। এটি এই গণের অন্যতম বৃহৎ বৃক্ষ, যা উচ্চতায় অনেক বড় হতে পারে।
- এ্যানাকার্ডিয়াম গিগান্টিয়াম: একে বলা হয় কাজুয়াসু। এটি আমাজন রেইনফরেস্টের একটি বিশাল বৃক্ষ। এর ফল এবং কাজু আপেল বেশ বড় আকৃতির হয় এবং স্থানীয়ভাবে এটি ভোজ্য ফল হিসেবে সমাদৃত।
- এ্যানাকার্ডিয়াম হামিল: একে স্থানীয়ভাবে কাহুই বলা হয়। এটি আকারে বেশ ছোট এবং অনেকটা গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি মূলত ব্রাজিলের 'সেরাদো' অঞ্চলে জন্মে।
- অন্যান্য প্রজাতি: