|
⚥% K(5)C1+2+(2)A(9)+1G1
এখানে % মানে এক-প্রতিসম,
K মানে বৃতি,
C
মানে দলমন্ডল, A মানে পুংস্তবক এবং G
মানে স্ত্রীস্তবক
পুংস্তবক সাধারণত ১০টি পুংকেশর থাকে। অধিকাংশ ক্ষেত্রে এরা দ্বি-গুচ্ছ অবস্থায় থাকে,
অর্থাৎ ৯টি পুংকেশর একত্রে যুক্ত হয়ে একটি গুচ্ছ তৈরি করে এবং ১টি আলাদা থাকে
(9+1
বিন্যাস)।