ফ্যাবোইডি
Faboideae
জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান্টে রাজ্যের ফ্যাবাসি গোত্রের একটি উপগোত্র বিশেষ। এই উপগোত্রটি প্যাপিলিওনয়েডি (Papilionoideae) নামেও পরিচিত।

এই গোত্রটি ফ্যাবাসি গোত্রের সবচেয়ে বড় উপ-পরিবার। বীরুৎ, গুল্ম, বৃকগষ, লতানো উদ্ভিদ সবই রয়েছে এই উপগোত্রের মধ্যে । যেমন- ফ্যাবোইডি উপগোত্রের বৈশিষ্ট্য
ক্রমবিবর্তন
ফ্যাবালেস বর্গের অন্তর্গর ফ্যাবাসি গোত্রেটি ৬ থেকে ৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ৩টি উপগোত্রে বিভাজিত হয়েছিল। ফ্যাবোইড উপগোত্রকে কয়েগটি গোষ্ঠীতে
(Tribe) ভাগ করা হয়েছে। বর্তমানে আণবিক গবেষণার ভিত্তিতে এতে প্রায় ২৮ থেকে ৩২টি গোষ্ঠীর কথা বলা হয়ে থাকে। নিচে উল্লেখযোগ্ কয়েকটি গোত্ষ্ঠীর নাম উল্লেখ করা হলো<