|
১৬০-৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বাইকোন্টা
তিনটি থাকে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ তিনটি হলো-আর্কিপ্লাস্টিডা, হাক্রোবিয়া এবং এসএআর সুপারগ্রুপ।
প্লান্টি রাজ্যকে বলা হয় সবুজ উদ্ভিদের এই রাজ্য। এই রাজ্যকে বিজ্ঞানীরা নানাভাগে ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-
চ্যারোফাইটাবিভাগের আবির্ভাব ঘটেছিল ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। এই সময়ের ভিতরেই এই বিভাগ দুটি উপবিভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
ওর্ডোভিসিয়ান অধিযুগ (৪৮.৫৪- ৪৪.৩৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে ফ্র্যাগ্মোপ্লাস্টোফাইট থাকের উদ্ভিদগুলো পাঁচটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এম্ব্রায়োফাইটা থাকের উদ্ভিদের উদ্ভব হয়েছিল।
৪৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এম্ব্রায়োফাইটা থাক থেকে উদ্ভব হয়েছিল পোলিস্পোরাঙ্গিয়োফাইট থাকের
উদ্ভিদ।
৪২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
পোলিস্পোরাঙ্গিয়োফাইট
থাক থেকে আবির্ভূত
হয়েছিল ভাস্কুলার উদ্ভিদ তথা ট্রাকিয়োফাইট থাকের উদ্ভিদ।
৩১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ট্রায়াকিয়োফাইট থাক থেকে উদ্ভব হয়েছিল সবীজ উদ্ভিদ
তথা
স্পের্ম্যাটোফাইট
থাকের উদ্ভিদ।
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্পের্ম্যাটোফাইট
থাক থেকে উৎপন্ন হয়েছিল
এন্জিয়োসফার্ম থাক
তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ইউডিকোটস থাক থেকে উদ্ভব
হয়েছিল
সুপাররোসিডস থাকের উদ্ভিদ। এই থাক থেকে পরে উৎপন্ন হয়েছিল
রোসিডস্ থাকের
উদ্ভিদ। এই থাকে উদ্ভব হয়েছিল
ফ্যাবিডস থাকের উদ্ভিদ।
১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ফ্যাবিডস থাক থেকে উদ্ভব
হয়েছিল
ফ্যাবালেস বর্গের
উদ্ভিদ।
৬.৬-৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ফ্যাবালেস বর্গের উদ্ভিদ থেকে উদ্ভব হয়েছিল ফ্যাবাসি গোত্রের উদ্ভিদ। এই গোত্রে থেকে উদ্ভব হয়েছিল ফ্যাবোয়ডি উপগোত্রের উদ্ভিদ। এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল রোবিনিয়োইড্স থাকের উদ্ভব হয়েছিল।