|
হ্যালিওটিডি
Haliotidae
প্রাণিরাজ্যের
মোলাস্কা
পর্বের একটি
গোত্র
বিশেষ। এই গোত্রের ভিতরে রয়েছে এ্যাবালোন, পায়ুয়া, ওর্মের জাতীয় প্রাণীসমূহ। ১৮১৫
খ্রিষ্টাব্দে এই গোত্রের নামকরণ করেছিলেন
Rafinesque।
১৪ থেকে ৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
মোলাস্কা
পর্বের
হ্যালিওটোইডিয়া
ঊর্ধগোত্র থেকে এই গোত্রে প্রাণীগুলোর আবির্ভাব ঘটেছিল। এই গোত্র থেকে উদ্ভব হয়েছিল
একমাত্র গণ হ্যালিওটিস।
তথ্য : Gastropoda (Bouchet & Rocroi, 2005); and Changes in the taxonomy of gastropods since 2005