|
হ্যালিওটোইডিয়া
Haliotoidea
প্রাণিরাজ্যের
মোলাস্কা
পর্বের একটি ঊর্ধগোত্র বিশেষ। ১৮১৫ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন
Rafinesque।
এটি
সামুদ্রিক শামুকদের
আদিম বংশধর হিসেবে বিবেচনা করা হয়।
প্রায় সকল মহাসাগরেই এদের দেখা যায়।
মোলাস্কা
পর্বের প্রাণীর আবির্ভাব ঘটেছিল
৫৩
খ্রিষ্টপূর্বাব্দের দিকে।
৫০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই
পর্ব থেকে উদ্ভব হয়েছিল
গ্যাস্ট্রোপোডা
শ্রেণির প্রাণী। আর ৪৮.৫৪
খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল ভেটিগ্যাস্ট্রোপোডা
থাকের প্রজাতিসমূহ। পরে ঊর্ধগোত্র দুটি গোত্রে বিভাজিত হয়ে যায়। এই গোত্র দুটি হলো-
৪৮.৫৪
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ভেটিগ্যাস্ট্রোপোডা থাক থেকে যে সকল থেকে যে সকল গোত্র ঊর্ধগোত্রসমূহের
উদ্ভব হয়েছিল সেগুলো হলো-
তথ্য : Gastropoda (Bouchet & Rocroi, 2005); and Changes in the taxonomy of gastropods since 2005