|
৪১-৩২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
নিয়োকোলেয়োইডিয়া থাকটি ২টি
উর্ধ্ববর্গে বিভাজিত
হয়ে গিয়েছিল। এই ঊর্ধববর্গ দুটি হলো- ডেকাপোডিফর্মস এবং
অক্টোপোডিফর্মেস।
৩২ থেকে ১৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ঊর্ধববর্গটি ৩টি ভাগে বিভাজিত হয়ে
গিয়েছিল। ভাগ ৩টি হলো-ট্র্যাকাইটেয়ুথিডি গোত্র, ভ্যাম্পারোমোর্ফিডা বর্গ ও
অক্টোপোডা বর্গ।
৩২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে অক্টোপোডা বর্গটি দুটি উপবর্গে বিভাজিত হয়ে গিয়েছিল। এই উপর্গ দুটি হলো- সিরিটা ও ইনসিরাটা।
এরপর ইনসিরাটা উপবর্গ দুটি ঊর্ধ্বগোত্রে বিভাজিত হয়ে যায়। এই ঊর্ধব গোত্র দুটি হলো- অক্টোপোডোইডিয়া এবং অর্গোনটোইডিয়া।অক্টোপিডিডি গোত্র থেকে উদ্ভব হয়েছিল নানা ধরনের গণ। এর ভিতরে উল্লেখযোগ্য গণগুলো হলো-