সেসবানিয়ে
Sesbania
জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান্টে রাজ্যের একটি গোষ্ঠী বিশেষ।

সেসবানিয়ে গণের বৈশিষ্ট্য

১. শারীরিক গঠন বৈচিত্র্য: এই গণের উদ্ভিদগুলো মূলত একবর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ বা গুল্ম  জাতীয়। কিছু প্রজাতি ছোট থেকে মাঝারি আকৃতির নরম কাষ্ঠল বৃক্ষও হয় (যেমন: বকফুল)। এরা খুব অল্প সময়ে দ্রুত লম্বা হতে পারে।
২.পাতার গঠন: পক্ষল যৌগিক এদের পাতাগুলো সম-পক্ষল যৌগিক। অর্থাৎ পাতার অক্ষের দুই পাশে জোড়ায় জোড়ায় পত্রক থাকে এবং পাতার মাথায় কোনো একক পত্রক থাকে না।

৩. ফুল ও পুষ্পমঞ্জরি: ফুলগুলো সাধারণত কক্ষীয় রেসিম মঞ্জরিতে সাজানো থাকে। ফুলের আকৃতি: ফুলগুলো বক-আকৃতির বা প্রজাপতি সদৃশ । অধিকাংশ প্রজাতির ফুল হলুদ রঙের হয় এবং তাতে বেগুনি বা লালচে বিন্দু বা রেখা দেখা যায়। তবে বকফুলের (S. grandiflora) ক্ষেত্রে ফুল সাদা বা লাল রঙের হয়।
৪. ফল: এদের ফল বা পডগুলো বেশ লম্বা, সরু এবং নলাকার বা চারকোণা আকৃতির হয়। ফলগুলো সাধারণত ঝুলে থাকে।
৫. বীজ: ফলের ভেতরে অনেকগুলো ছোট ছোট বীজ থাকে যা পাতলা পর্দার মাধ্যমে আলাদা করা থাকে।
. মূল: এদের শিকড়ে প্রচুর পরিমাণে উন্নত মানের রাইজোবিয়াম নডিউল থাকে, যা মাটি থেকে প্রচুর নাইট্রোজেন সংবদ্ধ করতে পারে। এদের অনেক প্রজাতি (যেমন ধঞ্চে) জলাভূমিতে বা আধা-নিমজ্জিত অবস্থায় জন্মাতে পারে। এদের কাণ্ডের নিচের দিকে স্পঞ্জি টিস্যু বা অ্যারেনকাইমা থাকে যা পানিতে বেঁচে থাকতে সাহায্য করে।

প্রধান উদাহরণসমূহ:

ক্রমবিবর্তন
ফ্যাবোয়ডি উপগোত্রকে কয়েটি গোষ্ঠীতে (Tribe) ভাগ করা হয়েছে। বর্তমানে আণবিক গবেষণার ভিত্তিতে এতে প্রায় ২৮ থেকে ৩২টি গোষ্ঠীর কথা বলা হয়ে থাকে। নিচে উল্লেখযোগ্ কয়েকটি গো্ষ্ঠীর নাম উল্লেখ করা হলো-

রবিনিয়ডস থাকটি ৩টি গোষ্ঠীতে বিভক্ত। এগুলো হলো-

১.সেসবানিয়ে: আবির্ভাবকাল ৩.০ থেকে ৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ । আমাদের অতি পরিচিত বকফুল এবং ধঞ্চে এই গ্রুপের অন্তর্গত।
২. রবিনিয়ে: আবির্ভাবকাল . থেকে কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই গ্রুপের প্রধান উদ্ভিদ হলো রবিনিয়া (Robinia)
৩. লোটিয়ে: আবির্ভাবকাল . থেকে ১.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এদের সাধারণত ছোট গুল্ম বা ঘাসজাতীয় উদ্ভিদে দেখা যায় (যেমন:
Lotus গণ)।