|
এদের ফুলে একটি 'ইন্ট্রাস্টামিল ডিস্ক'
থাকে যা মধু নিঃসরণ করে পতঙ্গদের আকৃষ্ট করে।
- এ্যানাকার্ডিওয়াইডিয়াইডি। আবির্ভাবকাল ৭ থেকে ৬.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আম, কাজুবাদাম ও পেস্তা বাদাম এই উপ-গোত্রের অন্তর্ভুক্ত।
- স্পন্ডিওয়াইডি।
আবির্ভাবকাল ৬ থেকে ৫.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আমড়া জাতীয় উদ্ভিদের সমন্বয়ে গঠিত উপগোত্র । প্রত্নতাত্ত্বিক গবেষণায় উত্তর আমেরিকা এবং ইউরোপে এই উপগোত্রের প্রাচীন জীবাশ্ম পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হয় যে ইওসিন যুগে এরা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এই গোত্রের গণ সমূহের তালিকা।
- কোয়েরোস্পন্ডিয়াস। এদের আঁটিতে ৫টি গর্ত বা ঢাকনা থাকে। মূলত হিমালয় ও পূর্ব এশিয়ায় দেখা যায়।
- স্পন্ডিয়াস। আবির্ভাবকাল ৪.৫ থেকে ৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। আমড়া জাতীয়। দক্ষিণ এশিয়া ও আমেরিকায় বিস্তৃত। এদের আঁটি তন্তুময়।
- ড্রাকোন্টোমেলন। আবির্ভাবকাল ৩.৮ থেকে ৩.৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিশাল বৃক্ষ। ফলগুলো বেশ বড় ও রসালো হয়।
- তাপিরিরা। আবির্ভাবকাল ২.৮ থেকে ২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলের বনাঞ্চলে এদের আধিক্য দেখা যায়।
- এ্যালোস্পন্ডিয়াস। আবির্ভাবকাল ২.৫ থেকে ২.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। দক্ষিণ এশিয়ার স্থানীয় গণ, যা দেখতে অনেকটা আমড়ার মতোই।
- সিউডোস্পন্ডিয়াস। আবির্ভাবকাল ২ থেকে ২.৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। মূলত আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ।