৪৪ বৎসর অতিক্রান্ত বয়স
এই মাসে পত্রিকায় প্রকাশিত গান এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
ডিসেম্বর ১৯৪৩ (১৫ অগ্রহায়ণ-১৫ পৌষ ১৩৫০) এই বছরে রেকর্ডে প্রকাশিত একটি গানের মাসের নাম জানা যায় নি।
জানুয়ারি ১৯৪৪ (১৬ পৌষ-১৭
মাঘ ১৩৫০) ফেব্রুয়ারি ১৯৪৪ (১৮
মাঘ-১৬ ফাল্গুন ১৩৫০) এই মাসে নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
তবে এই মাসে তাঁর অনেকটা সম্বিৎ ফিরে এসেছিল। কারণ ২৭শে
ফেব্রুয়ারি (রবিবার ১৪ ফাল্গুন ১৩৫০), ব্রেবোর্ন কলেজের হোস্টেলের একদল দর্শনার্থী
ছাত্রীকে কিছু কথা লিখে দেন। লেখাটি ছিল- এপ্রিল ১৯৪৪
(১৯ চৈত্র ১৩৫০-১৭ বৈশাখ ১৩৫১) ১-২৪ মে ১৯৪৪ (১৮বৈশাখ -১০ জ্যৈষ্ঠ বৈশাখ ১৩৫১)
নজরুল ইসলামের ৪৪ বৎসর অতিক্রান্ত বয়স শুরু হয়েছিল ১১ জ্যৈষ্ঠ ১৩৫০ বঙ্গাব্দ (মঙ্গলবার
২৫মে ১৯৪৩ খ্রিষ্টাব্দ) থেকে।
শেষ হয়েছিল ১০ জ্যৈষ্ঠ ১৩৫১ বঙ্গাব্দ রবিবার ২৪ শে মে ১৯৪৪ খ্রিষ্টাব্দ)
২৫-৩১ মে ১৯৪৩ (১১-১৭ জ্যৈষ্ঠ ১৩৫০)
২৫শে মে (মঙ্গলবার ১১ জ্যৈষ্ঠ ১৩৫০), কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউশন হলে নজরুলের
৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন রায় বাহাদুর খগেন্দ্র
মিত্র। এই সভায় বাংলার জাতীয় জাগরণ এবং হিন্দু-মুসলমান সংহতি প্রচেষ্টায় নজরুলের
অপরিমেয় অবদানের বিষয় আলোচনা হয়। অভিনন্দন-পত্র পাঠ করেন সজনীকান্ত দাস।
বিশেষ বক্তব্য রাখেন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সুফী জুলফিকার হায়দার, ওয়াজেদ আলী
খন্দকার, জনাব কাসেম, ফণীভূষণ রায় প্রমুখ। এই সভায় একে এম জাকারিয়াকে পরষ্ঠপোষক,
ডা. আর আহম্মদকে সভাপতি ও খান মুহম্মদ মঈনদ্দীনকে সম্পাদক করে 'নজরুল সাহিত্য চক্র'
নামে একটি কমিটি গঠিত হয়।
ডা. বিধানচন্দ্র রায়ে ল্যাবরেটারির চিকিৎসকের অধীনে নজরুলের চিকিৎসা চলমান ছিল
কিনা সে বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
জুন ১৯৪৩ (১৮ জ্যৈষ্ঠ-
১৫ আষাঢ় ১৩৫০)
এই নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
চলচ্চিত্রে নজরুল
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
নিউ থিয়েটার্স প্রযোজিত প্রেমাঙ্কুর অতর্থী পরিচালিত 'দিকশূল'
নামক ছায়াছবি মুক্তি পেয়েছিল ১৯৪৩ খ্রিষ্টাব্দের ১২ই জুন (শনিবার ২৯ জ্যৈষ্ঠ্য
১৯৫০)। এই ছবিতে মোট ৫টি গান ব্যবহৃত হয়েছিল। গানগুলোর গীতিকার ছিলেন- নজরুল
ইসলাম, প্রণব রায় এবং ভোলানাথ মিত্র। এই গানগুলো হলো-
জুলাই ১৯৪৩ (১৬ আষাঢ়-১৪
শ্রাবণ ১৩৫০)
এই মাসে প্রকাশিত রেকর্ডের গান
আগষ্ট ১৯৪৩ (১৫ শ্রাবণ-১৪ ভাদ্র ১৩৫০)
এই সময় নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
এই মাসে রেকর্ড কোম্পানির সাথে নজরুলের চুক্তি হয়েছিল। তবে নজরুলের পরিবর্তে তাঁর
স্ত্রী প্রমীলা নজরুল স্বাক্ষর করেছিলেন। এই চুক্তি তালিকায় যে সকল গান ছিল,
তা হলো-
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
সেপ্টেম্বর ১৯৪৩ (১৫
ভাদ্র -১৩ আশ্বিন ১৩৫০)
এই নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
অক্টোবর ১৯৪৩ (১৪ আশ্বিন-১৪ কার্তিক ১৩৫০)
এই নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
নভেম্বর ১৯৪৩ (১৫ কার্তিক -১৪ অগ্রহায়ণ ১৩৫০)
এই নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
১৯৪৩ খ্রিষ্টাব্দের ২৪ ডিসেম্বর (শুক্রবার ৮ পৌষ ১৩৫০), শৈলজানন্দের
পরিচালিত '
শহর থেকে দূরে'
মুক্তি পায়। এই ছবির
সকল গানের গীতিকার ছিলেন শৈলেন রায়। গানগুলো হলো-
ব্রহ্মমোহন ঠাকুর তাঁর নজরুল সঙ্গীত নির্দেশিকায় গ্রন্থের তথ্যানুসারে জানা
যায়- এই ছায়াছবির জন্য, নজরুলের রচিত 'আধো রাতে যদি ঘুম ভেঙে যায় [গান-১০৫৬]
[তথ্য]
' নিরবাচিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গানটি বাদ দেওয়া হয়েছিল। আমাদের
সংগৃহীত প্রচারপত্রে ৫ম গানের পাতাটি পাওয়া যায় নি। সম্ভবত এই পাতায় গানটি ছিল।
এই নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান
১৪ ফেব্রুয়ারি (সোমবার ১ ফাল্গুন ১৩৫০), তৎকালীন বাংলা
প্রধানমন্ত্রী একে ফজলুল হক-কে নজরুলের স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র পাঠানো হয়। এই
পত্রে বিষের বাঁশী, প্রলয় শিখা, ভাঙার গান, চন্দ্রবিন্দু ও যুবাণী গ্রন্থের উপর
সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল।
মার্চ ১৯৪৪
(১৬ ফাল্গুন-১৮ চৈত্র ১৩৫০)
তোমরা সকলে আরো সুন্দর হও, আনন্দিতা ও মনোহর
তোমরা আমাদের মাঝে মাঝে দেখতে এসো
তোমরা আমাদের পরম আত্মীয়ের ভালোবাস।
তোমরা আমাদের চিরঞ্জীব করে রাখুক
আল্লাহ তোমাদের ফিরদৌস আলয় নসীব করে থাকুক
কাজী নজরুল ইসলাম
এই মাসের ১৭ তারিখে (শুক্রবার ৪ চৈত্র ১৩৫০) নজরুলের বড় ভাই সাহেবজান মৃত্যুবরণ করেন।
এই মাসে নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান।
এই মাসে নজরুলের চিকিৎসার বিষয়ে বিশেষ কিছু জানা যায় না।
এই মাসে রেকর্ডে প্রকাশিত গান।
ডা. বিধানচন্দ্র রায়ে ল্যাবরেটারির চিকিৎসকের অধীনে নজরুলের চিকিৎসা চলমান ছিল। এই
মাসে নজরুলের কোনো নতুন রচনা ছিল না। পত্রিকাতেই কোনো রচনা প্রকাশিত হয় নি।