অগ্রন্থিত প্রবন্ধ
নজরুল ইসলাম, কাজী
প্রতিভাষণ
- ১৫ ডিসেম্বর ১৯২৯
[[১৯২৯ খ্রিষ্টাব্দের ১৫ই ডিসেম্বর মোতাবেক ১৩৩৬ বঙ্গাব্দের ১৯শে অগ্রহায়ণ রবিবার
কলিকাতা এলবার্ট হলে বাংলার হিন্দু মুসলমানের পক্ষ থেকে কবি কাজী নজরুল ইসলামকে
বিপুল সমারোহ ও আন্তরিকতা সহকারে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা-সভার সভাপতি
বিজ্ঞানাচার্য শ্রীপ্রফুল্লচন্দ্র রায়ের অভিভাষণের পর জাতির পক্ষ থেকে 'নজরুল-সংবর্ধনা
সমিতির সভ্যবৃন্দ কবিকে একটি মানপত্র প্রদান করেন। সভায় মানপত্রটি পাঠ করেন মি. এস. ওয়াজেদ
আলি। অভিনন্দনের উত্তরে কবি নিম্নলিখিত 'প্রতিভাষণ', দান করেন। কির প্রত্যুত্তরের পর
শ্রীসুভাষচন্দ্র বসু আবেগোচ্ছ্বল কণ্ঠে কবির স্বদেশী-সঙ্গীত ও দেশাত্ববোধমূলক কবিতার
প্রশংসা করে এক বক্তৃতা দেন।]]