বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
১-‌ মার্চ, ১৯৭১
পূরব-পাঠ: ফেব্রুয়ারি


বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসের প্রথম দিনে ১লা মার্চ আকস্মিকভাবে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, এক ঘোষণায় অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করে দেন। এর ফলে বাংলাদেশের মানুষ এবং বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছে, স্পষ্ট হয়ে গিয়েছিল যে, পাকিস্তান ভেঙে স্বাধীন বাংলাদেশের উদ্ভব হচ্ছে। এর মধ্য দিয়ে প্রতিবাদী আন্দোলন অসহযোগ আন্দোলনে রূপ লাভ করতে থাকে। ৭ই মার্চ  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণের মধ্য দিয়ে সুষ্পষ্টভাবে অসহযোগ আন্দোলনের নির্দেশনামা জারি হয়ে যায়। এ ছাড়া এই ভাষণের শেষে- বঙ্গবন্ধু দৃঢ়তার সাথে বলেন-'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'।

এই মাসেরই ২৫শে মার্চ দিবাগত রাত্রে পাকস্তানি সেনাবাহিনী, ' অপারেশন সার্চ লাইট' ইতিহাসের বর্বরোতম সামরিক অভিযান শুরু করে।  এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু ২৫ মার্চ রাত ১২টা ২০ মিনিটে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই মাসের উল্লেখযোগ্য দিনগুলো গুলো ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটের বিচারে, এই মাসের প্রতিটি দিনের ঘটনা ছিল ঐতিহাসিক। নিচে এই মাসের ঘটনাগুলোর সূচি তুলে ধরা হলো।