নাম-ধাতু
ঊর্ধ্বক্রমবাচকতা
{ক্রিয়ামূল |
ব্যাকরণগত শ্রেণি |
সমধর্মী সংকলন |
সংকলন |
দল |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা |
শব্দান্তর ক্রিয়ামূলের একটি ভাগ।
কোন বিশেষ শব্দ যখন একটি ক্রিয়ামূলে পরিণত হয় এবং এর
সাথে ক্রিয়া-বিভক্তি যুক্ত করে ক্রিয়াপদ তৈরি করা হয়,
তখন ওই ক্রিয়ামূলটি নাম-ধাতুতে পরিণত হয়। যেমন―
মূল শব্দ আরম্ভ>ক্রিয়ামূল
√
আরম্ভ্
+ইল= আরম্ভিল (ক্রিয়াপদ)
নাম-ধাতুর তালিকা
-
অগ্রসর
- অঙ্কুশি
- অঙ্গীকর
- অতিক্রম্
- অবতর
- আঁচড়া
- আদর
- আবির্ভাব
- আমন্ত্র
- আমরা
- আমোদ
- আরম্ভ
- আলগা
- আলিঙ্গ
- আহ্বান