এলাপত্র
ঊর্ধ্বক্রমবাচকতা { নাগ |  হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক সাপ বিশেষ কশ্যপ মুনির ঔরসে কদ্রুর গর্ভে ইনি জন্মগ্রহণ করেছিলেন

দক্ষ নামক প্রজাপতির দুই কন্যা কদ্রু বিনতাকে বিবাহ করেন। একবার উভয় স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে, কশ্যপ উভয়কে বর দিতে ইচ্ছা করেন। কদ্রু বলশালী সহস্র নাগপুত্র ও বিনতা কদ্রুপুত্র অপেক্ষা বলশালী এবং তেজস্বী দুটি পুত্র প্রার্থনা করলেন। কশ্যপ সেই বরই মঞ্জুর করেন। পাঁচশ বৎসর পর কদ্রুর ডিম থেকে এক হাজার নাগ পুত্রদের জন্ম হয়। এই পুত্রদের মধ্যে এলপত্র ছিলেন সর্বকনিষ্ঠ

একদিন উচ্চৈঃশ্রবা নামক অশ্বের লেজের বর্ণ নিয়ে কদ্রুর সাথে বিনতার তর্ক উপস্থিত হলে- কদ্রু অশ্বের লেজ কালো ও বিনতা সাদা বলেন। পরের দিন এই বিষয়টি মীমাংসার জন্য উভয়ই শর্ত সাপেক্ষে রাজী হন। শর্তটি ছিল- এই তর্কে যিনি জয়ী হবেন, তাঁর অধীনে অপরজনকে দাসত্ব করতে হবে। বাড়ি ফিরে কদ্রু তাঁর নাগপুত্রেদের বলেন যে, আগামীকাল যখন উচ্চৈঃশ্রবার লেজের রঙ পরীক্ষা করা হবে, তখন নাগরা যেন, উচ্চৈঃশ্রবার লেজে জড়িয়ে থাকে। যাতে উচ্চৈঃশ্রবার লেজের বর্ণ কালো দেখায়। মায়ের এই আদেশ যে সকল নাগ অস্বীকার করে, কদ্রু তাদের অভিশাপ দিয়ে বলেন যে, মাতৃআদেশে লঙ্ঘনকারী নাগেরা পাণ্ডুবংশীয় জনমেজয়ের সর্পসত্রে অগ্নিদগ্ধ হবে।

কদ্রুর অভিশাপের সময় এলাপত্র তাঁর কোলে ছিলেন
সেই কারণে- মায়ের কোল থেকেই এই অভিশাপের প্রতিকার সম্পর্কে  ভবিষ্যৎবাণী শুনেছিলেন এই বাণী ছিল- জরৎকারু সন্তান আস্তীক মুনি সাপদের রক্ষা করবেন মায়ের অভিশাপ থেকে অন্যান্য ভাইদের রক্ষা জন্য যখন অনন্তনাগ উপায় খুঁজছিলেন, তখন এলাপত্র অনন্তনাগকে বিষয়টি জানান এরপর অনন্ত জরৎকারুু মুনিকে খুঁজে বের করেন এবং তাঁর সঙ্গে তাঁর নিজের বোনের বিবাহ দেন উল্লেখ্য অনন্তের এই বোনের নামও ছিল জরৎকার
     [সূত্র: মহাভারত। আদিপর্ব। সপ্তদশ-অষ্টাদশ, অষ্টত্রিংশ অধ্যায়]