মাইরিয়াপোডা
Myriapoda


প্রাণিজগতের আর্থ্রোপোডা পর্বের একটি উপপর্ব বিশেষ ১৮০২ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন বিজ্ঞানী লাট্রেলি।
 

ক্রমবিবর্তনের ধারা
ক্যাম্ব্রিয়ান অধিযুগের ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে প্রাণিজগতের ট্যাক্টোপোডা থাক থেকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর আবির্ভাব হয়েছিল। এই পর্বের প্রজাতিসমূহ পরবর্তী ৫৪ থেকে ৪১.৯২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে বিভাজিত হয়ে গিয়েছিল। এই সূত্রে মাইরিয়াপোডা উপর্বের উদ্ভব হয়েছিল ৪২.৩-৪১.৯০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। ৫৪ থেকে ৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি ৫ ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।


সূত্র: