ইর্টালেস
Myrtales
জীববিজ্ঞানের প্লান্টি রাজ্যের একটি বর্গ বিশেষ।

ক্রমবিবর্তন

ক্যালিম্মিয়ান অধিযুগের (১৬০-১৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) জীব জগতে প্লান্টি রাজ্যের সূচনা হয়। ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই রাজ্য ৪টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো-
  • মেসোস্টিগমাটোফাইটা
  • :  ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল সবুজ শৈবাল পৃথক প্রজাতি।
  • ক্লোরোকাইবোফাইটা: ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল সবুজ শৈবালের পৃথক প্রজাতি।
  • ক্লোরোফাইটা
  • :  ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল সবুজ শৈবালের পৃথক প্রজাতি।
  • চ্যারোফাইটা বিভাগ: ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এই বিভাগ থেকে উদ্ভব হয়েছিল অধিকাংশই ছিল স্বাদু পানির সবুজ শৈবাল-সহ স্থলজ উদ্ভিদ। পরে এই বিভাগ থেকে উদ্ভব হয়েছিল স্ট্রেপ্টোফাইটা উপ-বিভাগের প্রজাতিসমূহ। ১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকের প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল। এই বিভাগ থেকে উদ্ভব হয়েছিল অধিকাংশই ছিল স্বাদু পানির সবুজ শৈবাল-সহ স্থলজ উদ্ভিদ। পরে এই বিভাগ থেকে উদ্ভব হয়েছিল স্ট্রেপ্টোফাইটা উপ-বিভাগের প্রজাতিসমূহ। ১৬০-৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতর  স্ট্রেপ্টোফাইটা উপ-বিভাগের উদ্ভিদসমূহ দুটি শ্রেণিতে বিভাজিত হয়ে যায়। শ্রেণি দুটি হলো-
    • ক্লেবসর্মিডাইয়োফাইটা (Klebsormidiophyta) থাক। এই বিভাগ থেকে পর্ববর্তী সময়ে সবুজ শৈবালের নানা প্রজাতি তৈরি হয়েছে। কিন্তু এই বিভাগ উন্নততর উদ্ভিদের বিকাশ ঘটেনি।
    • ফ্র্যাগ্‌মোপ্লাস্টোফাইট (Phragmoplastophyta) থাক। আবির্‌ভাবকাল আনুমানিক ৫০ ি ্রিষ্টপূর্বাব্দ। ৪৮.৫৪-৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ফ্র্যাগ্‌মোপ্লাস্টোফাইট থাকের উদ্ভিদগুলো পাঁচটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
      • চ্যারোফাইসি (Charophyceae): আবির্ভাবকাল ৪৮.৫৪-৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে। সবুজ শৈবালের শ্রেণি।
      • কোলেয়োচিটোফাইসি (Coleochaetophyceae): আবির্ভাবকাল ৪৮.৫৪-৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে। সবুজ শৈবাল ও স্থলজ উদ্ভিদের মধ্যবর্তী স্তরের উদ্ভিদ।
      • জাইগ্নেম্যাটোফাইসি (Zygnematophyceae): আবির্ভাবকাল ৪৮.৫৪-৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে। সবুজ শৈবালের শ্রেণি।
      • মেসোটিনিয়েসি (Mesotaeniaceae): আবির্ভাবকাল ৪৮.৫৪-৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দে। সবুজ শৈবালের শ্রেণি।
      • এম্ব্রায়োফাইটা থাক: ৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এম্ব্রায়োফাইটা থাকের উদ্ভিদের উদ্ভব হয়েছিল। ৪৭-৪৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এম্ব্রায়োফাইটা থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
        • ব্রায়োফাইটা (মস জাতীয় উদ্ভিদ)
        • পোলিস্পোরাঙ্গিয়োফাইট থাক উদ্ভিদ। ৪২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে পোলিস্পোরাঙ্গিয়োফাইট থাক থেকে আবির্ভূত হয়েছিল ভাস্কুলার উদ্ভিদ তথা ট্রাকিয়োফাইট থাকের উদ্ভিদ।

৩১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ট্রায়াকিয়োফাইট থাক থেকে উদ্ভব হয়েছিল সবীজ উদ্ভিদ  তথা স্পের্ম্যাটোফাইট থাকের উদ্ভিদ।
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে স্পের্ম্যাটোফাইট থাক থেকে উৎপন্ন হয়েছিল এন্‌জিয়োসফার্ম থাক তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ইউডিকোটস থাক থেকে উদ্ভব হয়েছিল সুপাররোসিডস থাকের উদ্ভিদ।
১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- রোসিডস্ এবং স্যাক্সিফ্রাগালেস বর্গ।
১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে রোসিডস্ থাকটি ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- ভিটালেস, ফ্যাবিডস এবং মালভিডস।
৯৯-৮৯- খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই মালভিডিস থাক থেকে উদ্ভব হয়েছিল মাইর্টালেস বর্গের উদ্ভিদ।
পরে এই থাকটি থেকে উদ্ভব হয়েছিল ৯টি গোত্রের উদ্ভিদ। এই গোত্রগুলো হলো-