৪৮.৫৪-৪৭
কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ফ্র্যাগ্মোপ্লাস্টোফাইট থাকের উদ্ভিদগুলো
পাঁচটি ভাগে বিভাজিত হয়ে যায়।
এই ভাগগুলো হলো-
- চ্যারোফাইসি (Charophyceae):
আবির্ভাবকাল ৪৮.৫৪-৪৭
কোটি খ্রিষ্টপূর্বাব্দে। সবুজ শৈবালের শ্রেণি।
- কোলেয়োচিটোফাইসি (Coleochaetophyceae):
আবির্ভাবকাল ৪৮.৫৪-৪৭
কোটি খ্রিষ্টপূর্বাব্দে। সবুজ শৈবাল ও স্থলজ উদ্ভিদের মধ্যবর্তী স্তরের উদ্ভিদ।
- জাইগ্নেম্যাটোফাইসি (Zygnematophyceae):
আবির্ভাবকাল ৪৮.৫৪-৪৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে। সবুজ শৈবালের শ্রেণি।
- মেসোটিনিয়েসি (Mesotaeniaceae):
আবির্ভাবকাল ৪৮.৫৪-৪৭ কোটি
খ্রিষ্টপূর্বাব্দে। সবুজ শৈবালের শ্রেণি।
-
এম্ব্রায়োফাইটা থাক:
৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এম্ব্রায়োফাইটা থাকের উদ্ভিদের উদ্ভব হয়েছিল। ৪৭-৪৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এম্ব্রায়োফাইটা থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
- ব্রায়োফাইটা (মস জাতীয় উদ্ভিদ)
-
পোলিস্পোরাঙ্গিয়োফাইট
থাক
উদ্ভিদ।
৪২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে পোলিস্পোরাঙ্গিয়োফাইট থাক থেকে আবির্ভূত
হয়েছিল ভাস্কুলার উদ্ভিদ তথা
ট্রাকিয়োফাইট থাকের
উদ্ভিদ।
৩১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ট্রায়াকিয়োফাইট থাক থেকে উদ্ভব হয়েছিল সবীজ উদ্ভিদ
তথা
স্পের্ম্যাটোফাইট
থাকের উদ্ভিদ।
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্পের্ম্যাটোফাইট
থাক থেকে উৎপন্ন হয়েছিল
এন্জিয়োসফার্ম থাক
তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ইউডিকোটস থাক থেকে উদ্ভব
হয়েছিল
সুপাররোসিডস থাকের উদ্ভিদ।
১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি
হলো- রোসিডস্ এবং
স্যাক্সিফ্রাগালেস বর্গ।
১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে রোসিডস্
থাকটি ৩টি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো- ভিটালেস,
ফ্যাবিডস এবং মালভিডস।
৯৯-৮৯- খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই মালভিডিস থাক থেকে উদ্ভব হয়েছিল
মাইর্টালেস
বর্গের উদ্ভিদ।