পাইক্নোগোনিডা
Pycnogonida


প্রাণিজগতের আর্থ্রোপোডা পর্বের একটি শ্রেণি বিশেষ। ৮১০ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন বিজ্ঞানী Latreille এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল সাগর-মাকড়শা।

ক্রমবিবর্তনের ধারা
৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আর্থ্রোপোডা পর্ব থেকে  উদ্ভব হয়েছিল চেলিসেরাটা উপপর্বের আদিম প্রজাতি সমূহ। ৫০-৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে চেলিসেরাটা উপপর্বের প্রজাতিসমূহ বিভাজিত হয়ে গিয়েছিল।  এই উপপর্বের ভাগগুলো হলো-পাইক্নোগোনিয়া শ্রেণি, প্রোসোমাপোডিয়া থাক ও আর্কনিডা শ্রেণি

এদের ভিতরে পাইক্নোগোনিয়া শ্রেণির আদিম প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল ৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছিল সাগর- মাকড়সা। এদের পাওয়া যায় প্রায় সকল সাগরেই দেখা যায়। এদের প্রায় ১৩০০ প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এদের পায়ের দৈর্ঘ্য প্রায় ১ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রজাতিভেদে এদের পায়ের সংখ্যা ৫ বা ৬ জোড়া হয়ে থাকে। এসব পায়ের সবগুলো বড় হয় না। সাধারণত এদের ৪ জোড়া লম্বা পা চলাচলের জন্য ব্যবহৃত হয়। এদের একমাত্র শ্রেণি হলো- পাইক্নোগোনিডা এবং বর্গ প্যান্টোপোডা।


সূত্র: