চেলিসেরাটা
Chelicerata


প্রাণিজগতের আর্থ্রোপোডা পর্বের একটি উপপর্ব বিশেষ। ১৯০ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন বিজ্ঞানী Heymons এই উপপর্ব থেকে উদ্ভব হয়েছিল সাগর-মাকড়শা, স্থল-মাকড়শা, নানাধরণের বিছা, কাঁকড়া ইত্যাদি।

ক্রমবিবর্তনের ধারা
ক্যাম্ব্রিয়ান অধিযুগের ৫৪ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে প্যানার্থ্রোপোডা থাকের আদিম প্রজাতিগুলোর দেহে ভূমিতে চলার উপযোগী পায়ের উদ্ভব হয়েছিল। এই সূত্রে ভূমিতে হেঁটে চলাচলের উপযোগী প্রজাতিসমূহের বিকাশ ঘটেছিল। ৫৪-৫০ খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই থাকটি তিনটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগগুলো হলো- ট্যাক্টোপোডা থাক, ওনিকোফোরা পর্ব লোবোপোডিয়া পর্ব। এর ভিতরে ট্যাক্টোপোডা থাকের উদ্ভব হয়েছিল ৫৪-৫৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। এই সময়ে ট্যাক্টোপোডা থাকটি ২টি দুটি পর্বে বিভাজিত হয়েছিল। এই পর্ব দুটি  হলো-টার্ডিগ্রাডা পর্‌ব এবং আর্থ্রোপোডা পরবর্তী ৫ থেকে ৪১.৯২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আর্থ্রোপোডা পর্বটি কয়েকটি উপপর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই উপপর্বগুলো হলো-

পরবর্তী ৫ থেকে ৪১.৯২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আর্থ্রোপোডা পর্বটি কয়েকটি উপপর্বে বিভাজিত হয়ে গিয়েছিল। এই উপপর্বগুলো হলো- ট্রাইলোবিটোমোর্ফা উপপর্ব, আর্কোনোমোর্ফা  উপপর্ব,  চেলিসেরাটা উপপর্ব্ব, প্যানক্রুস্টাসিয়া থাক ও মাইরিয়াপোডা  উপপর্ব।

৫০.৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দে এই উপপর্বের উদ্ভব হয়েছিল। ৫০-৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই উপপর্বের প্রজাতিসমূহ বিভাজিত হয়ে গিয়েছিল।  এই উপপর্বের ভাগগুলো হলো-


সূত্র: