আর্কনিডা
Arachnida


প্রাণিজগতের আর্থ্রোপোডা পর্বের একটি শ্রেণি বিশেষ। ১৮০১ খ্রিষ্টাব্দে এর নামকরণ করেছিলেন বিজ্ঞানী Lamarck এই শ্রেণি থেকে উদ্ভব হয়েছে মাকড়শা, টিক, বৃশ্চিক, হারভেস্টমেন, মাইট ইত্যাদি।

ক্রমবিবর্তনের ধারায় এই শ্রেণির প্রজাতিসমূহের দেহে শিরোবক্ষ ও উদর স্বতন্ত্র অংশ হিসেবে বিকশিত হয়েছিল। এছাড়া বক্ষ অঞ্চল থেকে ৪ জোড়া পায়ের উদ্ভব হয়েছিল। এরা শ্বসন অঙ্গ হিসেবে শাসনালী ব্যবহার করা ক্ষমতা অর্জন করেছিল।

ক্রমবিবর্তনের ধারা
৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আর্থ্রোপোডা পর্ব থেকে  উদ্ভব হয়েছিল চেলিসেরাটা উপপর্বের আদিম প্রজাতি সমূহ। ৫০-৪৮ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে চেলিসেরাটা উপপর্বের প্রজাতিসমূহ বিভাজিত হয়ে গিয়েছিল।  এই উপপর্বের ভাগগুলো হলো-পাইক্নোগোনিয়া শ্রেণি, প্রোসোমাপোডিয়া থাক ও আর্কনিডা শ্রেণি।

এদের ভিতরে আর্কনিডা শ্রেণির আদিম প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল ৪৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দেরর দিকে।


সূত্র: