|
স্কোরপিয়োনেস
Scorpiones
প্রাণিজগতের
আর্থ্রোপোডা
পর্বের একটি বর্গ বিশেষ। এই শ্রেণির
প্রজাতিসমূহের
সাধারণ নাম কাকড়া বিছা।
১৮৩৭
খ্রিষ্টাব্দে এই বর্গের নামকরণ করেছিলেন বিজ্ঞানী
C. L. Koch।
এদের দেহ লম্বাটে। দেহের উভয় পার্শে চারটি করে পা
আছে। দেহকাণ্ড শিরোবক্ষ এবং উদরে বিভক্ত। দেহকাণ্ডের পিছনে দীর্ঘ লেজের মত অংশ থাকে।
এবং এই লেজের মাথায় এয়েছে বিষাক্ত হুল। এছাড়া দেহের সম্মুখ ভাগে চিমাটার মতো অঙ্গ
রয়েছে।
এদের শিরোবক্ষের উপরিভাগ অখণ্ড এবং ক্যারপাস নামক আবরণে আবৃত থাকে। উদর অংশ দুই ভাগে
বিভক্ত। ভাগ দুটিকে বলা হয় অগ্র-উদর ও পশ্চাৎ উদর।
ক্রমবিবর্তনের ধারা
৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
আর্থ্রোপোডা
পর্ব থেকে উদ্ভব হয়েছিল চেলিসেরাটা
উপপর্বের আদিম প্রজাতি সমূহ। ৫০-৪৮ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে চেলিসেরাটা উপপর্বের প্রজাতিসমূহ বিভাজিত হয়ে গিয়েছিল। এই
উপপর্বের ভাগগুলো হলো-পাইক্নোগোনিয়া শ্রেণি, প্রোসোমাপোডিয়া থাক ও
আরাক্নিডা শ্রেণি।
এদের ভিতরে আরাক্নিডা শ্রেণির আদিম প্রজাতিসমূহের উদ্ভব হয়েছিল ৪৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। আর এই শ্রেণির আদিমতম বরর্গ হিসেবে স্কর্পিয়নেস আবির্ভূত হয়েছিল ৪৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। পর্বর্তী সময়ে এই বর্গের প্রজাতিসমূহ নানাভাবে বিবর্তিত হয়েছিল। যেমন- স্কোরপিয়নোইডিয়া ঊর্ধগোত্র, বুথিডি গোত্র, লুরোইডিয়া ঊর্ধগোত্র, চ্যক্টোরোইডিয়া, চ্যারিলিডি গোত্র, ইউস্কোর্পিডি গোত্র, স্কোরপিয়োনোইডিয়া ঊর্ধ্বগোত্র, ইউরিডি গোত্র, সিয়ুডোক্যাক্টিডি, স্কোর্পিয়োনিডি, ক্যাক্টোইডিয়া, ভিজোভিডি গোত্র।
সূত্র: