নব রাগ মালিকা
নজরুল সৃষ্ট রাগের
অনুষ্ঠান
প্রথম পর্ব: ১৩ জানুয়ারি ১৯৪০ (সোমবার, ২৯ পৌষ ১৩৪৭)। সকল ৯.১৫টায়।
দ্বিতীয় পর্ব: ১১ মে ১৯৪০ (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭)। সময়: সন্ধ্যা ৭.০৫।
১. নির্ঝরিণী। প্রথম গান।
গান: রুম্ ঝুম্ রুমু ঝুম্ কে বাজায় জল ঝুমঝুমি [তথ্য]
২. বেণুকা। দ্বিতীয় গান।
গান: বেণুকা ও কে বাজায় মহুয়া বনে [তথ্য]
৩. মীণাক্ষী। তৃতীয় গান।
গান: চপল আঁখির ভাষায়, হে মীণাক্ষী [তথ্য]
৪.সন্ধ্যামালতী। চতুর্থ গান।
গান: শোন্ ও সন্ধ্যামালতী [তথ্য]
৫. বনকুন্তলা । পঞ্চম গান।
গান: বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে [তথ্য]
৬. দোলন-চাঁপা। ষষ্ঠ গান।
গান: দোলন চাঁপা বনে দোলে [তথ্য]
নব রাগ-মালিক। দ্বিতীয় পর্ব
প্রচারকেন্দ্র: কলকাতা বেতারকেন্দ্র। ১১ মে ১৯৪০ খ্রিষ্টাব্দ (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭)। সন্ধ্যা ৭.০৫টা।
প্রচারতি গান সংখ্যা: ৬। এর ভিতরে একটি পূর্বে প্রচারিত গান ছিল। এই গানটি হলো- বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে। এই গানটি গেয়েছিলেন সুপ্রভা ঘোষ। অবশিষ্ট ৫টি নতুন গান ছিল নজরুল-সৃষ্ট ৫টি রাগে নিবদ্ধ। এই গানগুলো হলো-
১. দেবযানী : দ্বিতীয় অনুষ্ঠানের প্রথম গান।
গান: দেবযানীর মন প্রথম প্রীতির কলি জাগে [তথ্য]
২. অরুণ-রঞ্জনী: দ্বিতীয় অনুষ্ঠানের দ্বিতীয় গান।
গান: হাসে আকাশে শুকতারা হাস [তথ্য]
৩. রূপমঞ্জরী: দ্বিতীয় অনুষ্ঠানের তৃতীয় গান।
গান: পায়েলা বোলে রিনিঝিনি [তথ্য]
৪. রমলা : দ্বিতীয় অনুষ্ঠানের চতুর্থ গান।
গান: ফিরিয়া যদি সে আসে [তথ্য]
৫. শঙ্করী দ্বিতীয় অনুষ্ঠানের পঞ্চম গান।
গান: শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া [তথ্য]