নব রাগ মালিকা
নজরুল সৃষ্ট রাগের অনুষ্ঠান
প্রথম পর্ব: ১৩ জানুয়ারি ১৯৪০ (সোমবার, ২৯ পৌষ ১৩৪৭)। সকল ৯.১৫টায়।
দ্বিতীয় পর্ব: ১১ মে ১৯৪০ (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭)। সময়: সন্ধ্যা ৭.০৫।


নজরুল ইসলামের সৃষ্ট নতুন রাগের ভিত্তি করে, কলকাতা বেতারকেন্দ্র থেকে প্রচারিত বেতার অনুষ্ঠান। উল্লেখ্য, নজরুলসৃষ্ট রাগের মোট সংখ্যা ১৮। এর ভিতরে ১৭টি গান কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল তিনটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ৬টি গান প্রচারিত হয়েছিল 'উদাসী ভৈরব' গীতিনাট্যের সাথে, ১৩৩৯ খ্রিষ্টাব্দের ১২ নভেম্বর (রবিবার, ২৬ কার্তিক ১৩৪৬)। সকল ৯.১৫টায়।

এরপর কলকাতা বেতার কেন্দ্র থেকে 'নব রাগমালিকা'র দুটি অনুষ্ঠানে প্রচারিত ১১টি নজরুল-সৃষ্টা রাগভিত্তিক গান। এর ভিতরে ১৯৪০ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি (সোমবার ২৯ পৌষ ১৯৪৭) প্রচারিত প্রথম অনুষ্ঠানে পরিবেশিত হয়েছিল ৬টি রাগ এবং ১৯৪০ খ্রিষ্টাব্দের ১১ মে  (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭) নব রাগমালিকার দ্বিতীয় অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল ৫টি রাগ। এর বাইরে নজরুল ইসলাম রচনা করেছিলেন শিব-সরস্বতী নামক একটি রাগ। এই রাগের পরিচয় পাওয়া যায়, জগৎ ঘটক প্রণীত 'বেণুকা' নামক গ্রন্থে। এই রাগে নিবদ্ধ গানটি হলো 'জয় ব্রহ্ম বিদ্যা শিব-সরস্বতী'। গানটি পাঠশালা পত্রিকার মাঘ ১৩৪৬ (জানুয়ারি ১৯৪০) সংখ্যায় প্রকাশিত হয়েছিল।

১৯৪০ খ্রিষ্টাব্দে দুটি পর্বে নজরুলসৃষ্ট রাগের অনুষ্ঠান প্রচারিত হয়েছিল কলকাতা বেতারকেন্দ্র থেকে। এর প্রথম পর্ব প্রচারিত হয়েছিল ১৩ই জানুয়ারি। এই পর্বে প্রচারিত হয়েছিল ৬টি গান। এরপর ১১ই মে প্রচারিত হয়েছিল ৪টি গান।

নব রাগ-মালিকা। প্রথম পর্ব
প্রচারকেন্দ্র:
কলকাতা বেতারকেন্দ্র। ১৩ জানুয়ারি ১৯৪০ খ্রিষ্টাব্দ (সোমবার ২৯ পৌষ ১৯৪৭) সন্ধ্যা ৭.২০ট।
প্রচারতি গান সংখ্যা:  ৬

১. নির্ঝরিণী। প্রথম গান।
    গান: রুম্‌ ঝুম্‌ রুমু ঝুম্‌ কে বাজায় জল ঝুমঝুমি [তথ্য]
২. বেণুকা। দ্বিতীয় গান।
    গান: বেণুকা ও কে বাজায় মহুয়া বনে [তথ্য]
৩. মীণাক্ষী। তৃতীয় গান।
    গান: চপল আঁখির ভাষায়, হে মীণাক্ষী  [তথ্য]
৪.সন্ধ্যামালতী। চতুর্থ গান।
    গান: শোন্‌ ও সন্ধ্যামালতী  [তথ্য]
৫. বনকুন্তলা । পঞ্চম গান।
     গান: বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে [তথ্য]
৬. দোলন-চাঁপা। ষষ্ঠ গান।
    ‌ গান: দোলন চাঁপা বনে দোলে  [তথ্য]

নব রাগ-মালিক। দ্বিতীয় পর্ব
প্রচারকেন্দ্র:
কলকাতা বেতারকেন্দ্র। ১১ মে ১৯৪০ খ্রিষ্টাব্দ (শনিবার ২৮ বৈশাখ ১৩৪৭)। সন্ধ্যা ৭.০৫টা।
প্রচারতি গান সংখ্যা:  ৬এর ভিতরে একটি পূর্বে প্রচারিত গান ছিল। এই গানটি হলো- বন-কুন্তল এলায়ে বন-শবরী ঝুরে। এই গানটি গেয়েছিলেন সুপ্রভা ঘোষ। অবশিষ্ট ৫টি নতুন গান ছিল নজরুল-সৃষ্ট ৫টি রাগে নিবদ্ধ। এই গানগুলো হলো-

১. দেবযানী : দ্বিতীয় অনুষ্ঠানের প্রথম গান।
     গান: দেবযানীর মন প্রথম প্রীতির কলি জাগে  [তথ্য]
২. অরুণ-রঞ্জনী:  দ্বিতীয় অনুষ্ঠানের দ্বিতীয় গান।
     গান: হাসে আকাশে শুকতারা হাস [তথ্য]
৩. রূপমঞ্জরী: দ্বিতীয় অনুষ্ঠানের তৃতীয় গান।
      গান: পায়েলা বোলে রিনিঝিনি [তথ্য]
৪. রমলা :  দ্বিতীয় অনুষ্ঠানের  চতুর্থ গান।
     গান: ফিরিয়া যদি সে আসে [তথ্য]
৫. শঙ্করী দ্বিতীয় অনুষ্ঠানের পঞ্চম গান।
     গান: শঙ্কর অঙ্গলীনা যোগ মায়া [তথ্য]