অগস্ত্য
বানান বিশ্লেষণ: অ+গ্+অ+স্+ত্+য্+অ।
উচ্চারণ:
ɔ.gos.t̪o
(অ.গোস্.তো্)
শব্দ-উৎস:
সংস্কৃত অগস্ত্য>
বাংলা অগস্ত্য
পদ:
বিশেষ্য
১.
ঊর্ধ্বক্রমবাচকতা
{বৃক্ষ |
কাষ্ঠ-উদ্ভিদ |
ভাস্কুলার উদ্ভিদ |
উদ্ভিদ |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা | }
অর্থ: অগস্ত্য নামক বৃক্ষ। বাংলায় এর সাধারণ নাম বকফুল বা বকফুল গাছ।
সমার্থক শব্দাবলি: অগথ, অগস্তি, অগস্ত্য, দীর্ঘফলক, বকফুল,
বক্রপুষ্প, মুনিদ্রুম, শীঘ্রপুষ্প, সুরপ্রিয়।
ইংরেজি:
scarlet wisteria tree, vegetable hummingbird
।
বৈজ্ঞানিক নাম:
Sesbania grandiflora
।
[বিস্তারিত্]
২.
ঊর্ধ্বক্রমবাচকতা
{হিন্দু পৌরাণিক সত্তা |
ভারতীয় পৌরাণিক সত্তা |
পৌরাণিক সত্তা |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |
কাল্পনিক সত্তা |
কল্পনা |
সৃজনশীলতা |
কর্মক্ষমতা |
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা
|
সত্তা |}
শব্দরূপ: অগকে (পর্বত) স্তম্ভিত করে যে/
উপপদ তৎপুরুষ সমাস
অর্থ:
ভারতীয় পৌরাণিক ঋষি।
সমার্থক শব্দাবলি:
অগ্নিমারুতি, আগ্নেয়, উর্বশীয়, কলসী, কলসীসূত, কুম্ভজ, কুম্ভজন্মা,
কুম্ভযোনি, কুম্ভসম্ভব, কূট, ঘটযোনি, ঘটোৎভব, ঘটজ, বিন্ধ্যকূট, পীতাদ্ধিট,
মান, মৈত্রাবরুণ, মৈত্রাবরুণি। পৌরাণিক কাহিনীতে— অগস্ত্য নামেই তিনি সর্বাধিক
পরিচিত। [বিস্তারিত্]