অগস্ত্য (বৃক্ষ)
[শব্দরূপ: অভিধান অগস্ত্য]
অন্যান্য নাম: অগথ, অগস্তি, অগস্ত্য, দীর্ঘফলক, বকফুল, বক্রপুষ্প, মুনিদ্রুম, শীঘ্রপুষ্প, সুরপ্রিয়।


সেস্‌বানিয়া গণের মালয় দ্বীপের নরমকাঠযুক্ত বৃক্ষ বিশেষ। প্রায় ৬.৬-৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে ফ্যাবালেস বর্গের সেসবানিয়া গণ থেকে এই প্রজাতির উদ্ভিদের উদ্ভব হয়ৈছিল। বর্তমানে ফিলিপাইন,
ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা,  ব্রুনেই, মালয়েশিয়া, উত্তর অস্ট্রেলিয়া, আমেরিকা মহাদেশের ক্যারাবিয়ান অঞ্চলে প্রজাতিটি পাওয়া যায়।

এই উদ্ভিদটি বেশ দ্রুতবর্ধনশীল। দৈর্ঘ্য প্রায় ০-২৬ ফুট হয়ে থাকে। এর শাখাগুলি কিছুটা ফাঁকা ফাঁকা হয়। এর দীর্ঘ পত্রদণ্ডের দুই পাশে পাতাগুলি সাজানো থাকে। য  ১৫-৩০ সেন্টিমিটার (৬-১২ ইঞ্চি)

প্রজাতিভেদে এর ফুলের রঙ হয় সাদা, গোলাপী, রক্তবর্ণ। ফুলের পাপড়ি সংখ্যা ৬
টা। তবে সকল পাপড়ির আকার সমান হয় না। ক্ষিণ ভারত,
মিয়ানমার ও গঙ্গার তীরবর্তী অঞ্চলে বাগানে ফুলের জন্য রোপণ করা হয়।

এর ফলগুলি শুঁটির ভিতরে সাজানো থাকে। এর আকার ঈষৎ বক্র, গোলাকার এবং লম্বা।  শুঁটির দৈর্ঘ্য হয়ে থাকে প্রায় ১ ফুট। এই গাছের ফুল সারা বৎসরই হয়ে থাকে। এর ফুল ও ফল মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে। আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন রোগে এর পাতা, ত্বক, ফুল ও শিকড় ব্যবহৃত হয়।