|
সেসবানিয়া গণের
প্রজাতিসমূহ
|
এই
উদ্ভিদটি বেশ দ্রুতবর্ধনশীল। এই গাছ গুলো দৈর্ঘ্য প্রায় ১ ০- ২৬ ফুট হ য়ে থাকে । এর শাখাগুলি কিছুটা ফাঁকা ফাঁকা হয়। এর দীর্ঘ পত্রদণ্ডের দুই পাশে পাতাগুলি সাজানো থাকে। পাতার দৈর্ ঘ্ য ১৫-৩০ সেন্টিমিটার (৬-১২ ইঞ্চি)
গাছের ফুল সারা বৎসরই হয়ে থাকে। এর ফুল ও ফল মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করে। আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন রোগে এর পাতা , ত্বক, ফুল ও শিকড় ব্যবহৃত হয়।