সেসবানিয়া
Sesbania
জীববিজ্ঞানের
প্লান্টি
রাজ্যের একটি গণ বিশেষ।
ক্রমবিবর্তন
ক্যালিম্মিয়ান অধিযুগের (১৬০-১৪০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
শুরুর দিকে
ইউক্যারিয়েটা
জীবস্বক্ষেত্রের
নিউক্লয়াসযুক্ত জটিল কোষযুক্ত
জীবের আবির্ভাব ঘটে। এদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল বহু ইউক্যারিয়েটিক এককোষী
প্রজাতি। এই সময়ে
সাগরজলে ভাসমান
ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের
জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং
খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহে ফ্লাজেলা তৈরির ক্ষমতা
সৃষ্টি হয়েছিল।
মূলত ফ্লাজেলা হলো এক ধরনের সূত্রাকার প্রোটোপ্লাজমীয় অঙ্গ।
ব্যাক্টেরিয়ার-সহ কিছু এককোষী জীবের দেহের কোষপ্রাচীর ভেদ করে ফ্লাজেলার উদ্ভব
হয়েছিল। বিজ্ঞানীরা এক্ষেত্রে
ফ্লাজেলা সংখ্যার উপর
ভিত্তি করে
ইউক্যারিয়োটা স্বক্ষেত্রের
জীবগুলোকে দুটি থাকে ভাগ করেছেন। এই থাক দুটি হলো-বাইকোন্টা
ও
পোডিয়াটা।
- বাইকোন্টা:
এদের
ফ্লাজেলা ছিল দুটি। এই থাক থেকে পরবর্তী সময়ে উদ্ভব হয়েছিল-
এসএআর
সুপারগ্রুপ,
আর্কিপ্লাস্টিডা,
হাক্রোবিয়া থাকের প্রজাতিসমূহ। এই থাকের জীবকূল ১৬০-৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দের
ভিতরে বিভাজিত হয়ে তিনটি থাকের উদ্ভব হয়েছিল। এই থাকগুলো হলো-
-
আর্কিপ্লাস্টিডা
:
আবরি্ভাব কাল ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
- হাক্রোবিয়া: আবরি্ভাব
কাল ১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
- এসএআর সুপারগ্রুপ:
আবরি্ভাব কাল ৭৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দ
-
পোডিয়াটা:
এদের একটি
ফ্লাজেলা জীব ছাড়াও ক্ষণপদহীন জীব ছিল।
১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভুত
আর্কিপ্লাস্টিডা থেকে পরবর্তী সময়ে উদ্ভব
হয়েছিল নানা ধরনের শৈবাল এবং স্থলজ উদ্ভিদ। বিজ্ঞানীরা এই থাককে ৫টি থাকে ভাগ
করেছেন। এই থাকগুলো হলো-
- রোডোফাইটা বিভাগ: এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল পর্বের জীব।
-
গ্লায়ুকোফাইটা বিভাগ: এই বিভাগ থেকে মিষ্টি পানির অতিক্ষুদ্র শৈবালের
সৃষ্টি হয়েছিল।
- প্লান্টি রাজ্য: এই থাক থেকে উৎপন্ন হয়েছিল সবুজ শৈবাল এবং সবুজ
উদ্ভিদ। এদের দেহের ফ্লাজেলা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
-
পিকোজোয়া পর্ব: এই পর্ব থেকে উৎপন্ন হয়েছিল ক্ষুদ্রাকার সামুদ্রিক এককোষী
জীবকণিকা।
-
ক্রিপ্টিস্টা
থাক: এই থাক থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল-সদৃশ্য এককোষী
জীবকণিকা।
প্লান্টি রাজ্যকে বলা হয় সবুজ উদ্ভিদের এই রাজ্য। এই রাজ্যকে
বিজ্ঞানীরা নানাভাগে ভাগ করেছেন। এই ভাগগুলো হলো-
- মেসোস্টিগমাটোফাইচি
(Mesostigmatophyceae)
ক্লোরোকাইফাইচি
(Chlorokybophyceae )
স্পিরোট্যানিয়া
(Spirotaenia)
চ্যারোফাইটা
(Charophyta)ক্লোরোফাইটা
(Chlorophyta)
চ্যারোফাইটাবিভাগের আবির্ভাব ঘটেছিল
১৬০-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। এই সময়ের ভিতরেই এই বিভাগ দুটি উপবিভাগে
বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ দুটি হলো-
-
স্ট্রেপ্টোফাইটা
(Streptophyta)
উপবিভাগ।
- ফ্র্যাগ্মোপ্লাস্টোফাইটা
(Phragmoplastophyta) থাক।
ওর্ডোভিসিয়ান অধিযুগ (৪৮.৫৪- ৪৪.৩৮
কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে ফ্র্যাগ্মোপ্লাস্টোফাইট থাকের
উদ্ভিদগুলো পাঁচটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগগুলো হলো-
- চ্যারোফাইসি (Charophyceae)
- কোলেয়োচিটোফাইসি (Coleochaetophyceae)
- জাইগ্নেম্যাটোফাইসি (Zygnematophyceae)
- মেসোটিনিয়েসি (Mesotaeniaceae)
- এম্ব্রায়োফাইটা
(Embryophyta
)
৪৭ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এম্ব্রায়োফাইটা থাকের উদ্ভিদের উদ্ভব হয়েছিল।
৪৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
এম্ব্রায়োফাইটা থাক থেকে উদ্ভব হয়েছিল পোলিস্পোরাঙ্গিয়োফাইট থাকের
উদ্ভিদ।
৪২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
পোলিস্পোরাঙ্গিয়োফাইট
থাক থেকে আবির্ভূত
হয়েছিল ভাস্কুলার উদ্ভিদ তথা ট্রাকিয়োফাইট থাকের উদ্ভিদ।
৩১.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ট্রায়াকিয়োফাইট থাক থেকে উদ্ভব হয়েছিল সবীজ উদ্ভিদ
তথা
স্পের্ম্যাটোফাইট
থাকের উদ্ভিদ।
১৩ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
স্পের্ম্যাটোফাইট
থাক থেকে উৎপন্ন হয়েছিল
এন্জিয়োসফার্ম থাক
তথা সপুস্পক উদ্ভিদ। এরপর এই থাক থেকে উৎপন্ন হয়েছিল
ইউডিকোটস থাকের উদ্ভিদ।
১২.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ইউডিকোটস থাক থেকে উদ্ভব
হয়েছিল
সুপাররোসিডস থাকের উদ্ভিদ। এই থাক থেকে পরে উৎপন্ন হয়েছিল
রোসিডস্ থাকের
উদ্ভিদ। এই থাকে উদ্ভব হয়েছিল
ফ্যাবিডস থাকের উদ্ভিদ।
১২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
ফ্যাবিডস থাক থেকে উদ্ভব
হয়েছিল
ফ্যাবালেস বর্গের
উদ্ভিদ।
৬.৬-৫.৬
কোটি
খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
ফ্যাবালেস বর্গের উদ্ভিদ থেকে উদ্ভব হয়েছিল
ফ্যাবাসি গোত্রের উদ্ভিদ।
এই গোত্রে থেকে উদ্ভব হয়েছিল
ফ্যাবোয়ডি উপগোত্রের উদ্ভিদ। এই গোত্র থেকে উদ্ভব
হয়েছিল
রোবিনিয়োইড্স থাকের উদ্ভব হয়েছিল।
এই থাক থেকে উদ্ভব হয়েছিল সেসবাবানিয়া গণের উদ্ভিদ।
সেসবানিয়া গণের প্রজাতিসমূহ
Sesbania
benthamiana
Sesbania
bispinosa (Jacq.) W.Wight
Sesbania
brachycarpa
Sesbania
brevipedunculata
Sesbania
campylocarpa
Sesbania
cannabina Poir.
Sesbania
chippendalei
Sesbania
cinerascens
Sesbania
coerulescens
Sesbania
concolor
Sesbania
dalzielii
Sesbania
drummondii (Rydb.) Cory
Sesbania
dummeri
Sesbania emerus
(Aubl.) Urban – coffeebean
Sesbania
erubescens
Sesbania
exasperata
Sesbania
formosa
Sesbania
goetzei
Sesbania
grandiflora (L.) Poir.
Sesbania
greenwayi
Sesbania
hepperi
Sesbania
herbacea (Mill.) McVaugh – bigpod sesbania
Sesbania
hirtistyla
Sesbania hobdyi
Sesbania
javanica
Sesbania
keniensis
Sesbania
leptocarpa
Sesbania
longifolia
Sesbania
macowaniana
Sesbania
macrantha
Sesbania
macroptera
Sesbania
madagascariensis
Sesbania
microphylla
Sesbania
notialis
Sesbania
oligosperma
Sesbania
pachycarpa
Sesbania
paucisemina
Sesbania
punicea (Cav.) Benth. – rattlebox
Sesbania
quadrata
Sesbania
rostrata
Sesbania
sericea (Willd.) Link – papagayo
Sesbania sesban
(Jacq.) W.Wight – Egyptian riverhemp
Sesbania
simpliciuscula
Sesbania
somaliensis
Sesbania
speciosa
Sesbania
sphaerosperma
Sesbania
subalata
Sesbania
sudanica
Sesbania
tetraptera
Sesbania
tomentosa Hook. & Arn. – Ōhai (Hawaii)
Sesbania
transvaalensis J.B.Gillett
Sesbania
vesicaria (Jacq.) Elliott
Sesbania
virgata (Cav.) Pers. – wand riverhemp