সেসবানিয়া
Sesbania
জীববিজ্ঞানের ভিরিডিপ্ল্যান্টে রাজ্যের একটি গণ বিশেষ।

সেসবানিয়া গণের বৈশিষ্ট্য

ক্রমবিবর্তন

৫ কোটি থেকে ৪.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ ফ্যাবোয়ডি উপগোত্র থেকে রবিনিয়ডস থাকের উৎপত্তি হয়। খ্রিষ্টপূর্ব ৩.৫ কোটি থেকে ১.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে রবিনিয়ডস থাকটি ৩টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। এগুলো হলো-

১.সেসবানিয়ে: আবির্ভাবকাল ৩.০ থেকে ৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ । আমাদের অতি পরিচিত বকফুল এবং ধঞ্চে এই গ্রুপের অন্তর্গত।
২. রবিনিয়ে: আবির্ভাবকাল . থেকে কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এই গ্রুপের প্রধান উদ্ভিদ হলো রবিনিয়া (Robinia)
৩. লোটিয়ে: আবির্ভাবকাল . থেকে ১.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ। এদের সাধারণত ছোট গুল্ম বা ঘাসজাতীয় উদ্ভিদে দেখা যায় (যেমন:
Lotus গণ)।

সেসবানিয়া গণের প্রজাতিসমূহ