|
ধঞ্চে (বৃক্ষ)
ফুল: ধঞ্চে ফুল দেখতে আকর্ষণীয় এবং এটি মূলত পতঙ্গ পরাগায়িত উদ্ভিদ।
রঙ ও আকৃতি: ফুলগুলো সাধারণত উজ্জ্বল হলুদ রঙের হয়। এদের গঠন অনেকটা প্রজাপতির মতো ।
ফুলগুলো এককভাবে ফুটে থাকে না; বরং লম্বা মঞ্জুরিতে থোকায় থোকায় সজ্জিত থাকে। একটি থোকায় সাধারণত ৩ থেকে ১২টি ফুল থাকে।
পাপড়ির উপরের দিকের বড় পাপড়িটিতে মাঝেমধ্যে ছোট ছোট বেগুনি বা কালো রঙের ছিটা দাগ দেখা যায়।
সাধারণত বর্ষাকালের শেষের দিকে বা শরতের শুরুতে গাছে ফুল আসতে শুরু করে।