শনি
বানান বিশ্লেষণ: শ+অ+ন্+ই
উচ্চারণ:
ʃo.ni (শো.নি)
শব্দ-উৎস: সংস্কৃত শনি> বাংলা শনি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: শো (বিদারণ করা) +অনি

পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা { পৃথিবীসদৃশ গ্রহ | সৌরগ্রহ | গ্রহ | | মহাকাশীয় বস্তু | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: সৌরজগতের গ্রহ বিশেষ। [ শনি : গ্রহ]

২. ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: হিন্দু পৌরাণিক দেবতা বিশেষ। [শনি: দেবতা]

৩. ঊর্ধ্বক্রমবাচকতা { | সময় একক| পরিমাপ| বিমূর্তন | বিমূর্ত সত্তা| সত্তা|}
অর্থ: সপ্তাহের বিশেষ দিনের নাম। হিন্দু পৌরাণিক দেবতা- শনি-এর নামানুসারে এই গ্রহের নামকরণ করা হয়েছে।

৪. অর্থ: হিন্দু পৌরাণিক দেবতা শনি- কে অশুভ হিসেবে অভিহিত করা হয়। এই কারণে অশুভ অর্থে অনেক সময় শনি শব্দ ব্যবহার করা হয়। যেমন-
সূত্র: